মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল জনজীবন। তারপর মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বিশ্বের একাধিক দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের আগমন ঘটে। আর তাতেই কাবু বিশ্ববাসী। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণও ছিল এই ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সরে গিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে।
শুধু ব্রিটেনে নয়, ভারতেও ৭ জনের দেহে মিলল ওই প্রজাতির। মহারাষ্ট্রের প্রায় ১শতাংশ করোনা আক্রান্তের নমুনা পরীক্ষা করতে গিয়ে মিলেছে ডেল্টা প্রজাতির এই নতুন মিউটেন্ট পাওয়া গিয়েছে। ডেল্টার এই নতুন মিউটেন্টের বৈজ্ঞানিক নাম AY.4.2। ডেল্টার চেয়ে এটি আরও বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ রাজ্যে ১৬ নভেম্বর স্কুল কলেজ খোলার ঘোষণা, বুধবারের মধ্যে সারতে হবে স্যানিটাইজেশন
এ নিয়ে ন্যাশনাল সেন্টার অব ডিজিজ কন্ট্রোল থেকে একটি জিনোম সিকোয়েন্সিং প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে, ইন্দোরে ডেল্টার এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে সাত জনের দেহে। আক্রান্ত সাত জনের মধ্যে দুজন সেনা কর্তা রয়েছেন। গবেষকদের মতে, ডেল্টার এই নতুন মিউটেন্ট, ডেল্টার থেকেও বেশি বিপজ্জনক। ডেল্টার নয়া প্রজাতি AY.4.2-এর হানায় বিপর্যস্ত হতে চলেছে ইউরোপ থেকে এশিয়ার একাধিক দেশ। তাই ডেল্টার এই নতুন রূপ নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584