নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অবশেষে ইসলামপুরে গড়ে উঠতে চলেছে কোভিড হাসপাতাল। এলাকাবাসী বেশ কিছুদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। ইসলামপুর উর্দু অ্যাকাডেমি ভবনে এই কোভিড হাসপাতালে তৈরি হচ্ছে। এই বিষয়ে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী একথা জানিয়েছেন।
তিনি বলেন, তার নিজের এলাকায় একজনের করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে এখনও পর্যন্ত তিনটি কোয়ারেন্টাইন সেন্টারে একশো নব্বই জনের রাখার ব্যবস্থা হয়েছে এবং তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যাতে তাদের কোন অসুবিধে না হয় সে বিষয়টিও খোঁজখবর নিয়ে সবসময় দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রেসক্রিপশন রেফারেন্সে টাকা দিয়ে বেসরকারি ল্যাবে করা যাবে করোনা পরীক্ষা!
তিনি জানান, লকডাউনের মধ্যে প্রায় পঁচিশ হাজার পরিবারের কাছে তারা পর্যাপ্ত ত্রাণ নিয়ে পৌঁছে দিয়েছেন। মানুষ যাতে নিশ্চিন্তে পেট পুরে খেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। কারণ গোয়ালপোখর এলাকায় প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে ছিলেন। প্রতি মাসে তারা একটা টাকার অঙ্ক বাড়িতে পাঠাতেন। এখন তাদের কাজ নেই। তাই ওদের পরিবারের জন্য ভাবতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584