নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দেবী মা সন্তোষীর মর্তে পুজো প্রচলনের কাহিনি থুড়ি লড়াই নিয়ে আকাশ আট চ্যানেলে চলছে ধারাবাহিক ‘জয় মা সন্তোষী’। ধারাবাহিকের গল্প এগিয়েছে অনেকদূর। অজানা পুরাণ চোখের সামনে স্পষ্ট হচ্ছে প্রতিমুহূর্তে।
এই সপ্তাহের গল্পটা একটু জানিয়ে রাখা যাক।
সমাজপতিদের বিধান অনুযায়ী নিখোঁজ হওয়ার তিনদিনের দিন সাবিত্রীর শ্রাদ্ধের কাজ করতে বসে কমলা। অন্যদিকে, সাবিত্রীকে দেওয়া কথা রাখতে রামলাল পুরোহিতের ছদ্মবেশে আসে সাবিত্রীর বাড়িতে। কৌশলে সাবিত্রীর জীবদ্দশার কথা গোপনে কমলাকে জানালে, কমলা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং রামলালের হাতে সাবিত্রীকে সমর্পণ করে। কমলার আশীর্বাদ মাথায় নিয়ে রামলাল পৌঁছোয় সাবিত্রীর কাছে পর্ণকুটিরে।
জঙ্গলের পরিত্যক্ত গণেশমন্দিরে সিদ্ধিদাতার আশীর্বাদ মাথায় নিয়ে ওরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রথম ব্রতীর খোঁজে মর্তে আসা সন্তোষীর দেখা হয় সপ্তদেশের বণিক সুখলাল শেঠের সঙ্গে। প্রাণাধিক প্রিয়া মা-হারা কন্যা অপ্সরার দেখভালের জন্য সাধিকাবেশী সন্তোষীকে শেঠ নিয়ে যায় নিজগৃহে।কিছুদিনের মধ্যেই মাতৃস্নেহে অপ্সরাকে বশে আনতে সক্ষম হয় সন্তোষী এবং দাইবুড়ির সাহায্যে অপ্সরাকে সন্তোষীব্রত করতে রাজী করায়। কিন্তু সন্তোষীর জন্য অপেক্ষা করছিল একটা চমক।
শেঠের গৃহে যে গৃহদেবী হয়ে অধিষ্ঠান করছেন স্বয়ং মা মনসা, একথা জানা ছিল না সন্তোষীর। অন্যদিকে, সুবচনীর কৌশলে সন্তোষীকে অনেক খুঁজেও বেশ কিছুটা সময় দেখতে পায়নি শিবনন্দিনী। তারই চোখকে ফাঁকি দিয়ে দেয়ে সন্তোষীর তাঁর ভক্তগৃহে অবস্থান মেনে নিতে পারেননা পদ্মাবতী। “সাধিকা ভণ্ড”- এই দৈববানী করে শেঠের গৃহ থেকে বিতাড়িত করতে নির্দেশ দেন মনসা।
শুরু হওয়ার আগেই এইবারও ব্রত বিনষ্ট হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সন্তোষী, সুবচনী পাশে দাঁড়ায় তাঁর। রামলালকে বিয়ে করে তার বাড়ি গিয়ে কিছুদিনের মধ্যেই তার স্বামীর সঙ্গে হওয়া প্রহসন ধরে ফেলে সাবিত্রী। নিরন্তর অবিচার আর মুখে ভালোমানুষির আব্রু নেওয়া আপনজনদের আড়াল করে স্বামীর জন্য একটু ভাত চুরি করে আনতে গিয়ে লাঞ্ছিতা হয় সাবিত্রী।
আরও পড়ুনঃ ‘হারানো সুর’ বাজবে টেলিপর্দায়
রামলালকে প্রকৃত পরিস্থিতি বুঝিয়ে দুমুঠো সম্মমানের ভাত আর একটা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ভিনদেশে রোজগার করতে যেতে রাজী করায় সাবিত্রী। কী হবে এরপর?
আরও পড়ুনঃ টেলিপর্দায় ‘সরস্বতীর প্রেম’, নতুন ভূমিকায় পল্লবী দে
ভক্ত আর ভগবানের মিলন ঘটাতে আরও কত পরীক্ষা নেবেন অন্তর্যামী? মনসার কুটিল চক্রান্তে কি আদৌ সাবিত্রীর দেখা পাবেন সন্তোষী? জানতে হলে দেখতে হবে ‘জয় মা সন্তোষী’, সোম থেকে শনি সন্ধে ৭ টায়, আকাশ আট-এর পর্দায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584