আঠারো বছর এগিয়ে গেল ‘কৃষ্ণকলি’

0
238

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এক ধাক্কায় আঠারো বছর এগিয়ে গেল ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। কৃষ্ণকলি আজ স্মৃতিভ্রষ্ট। ঠিকানা আজ তার বেনারস।শ্যামা যখন নিখিলের জীবন থেকে হারিয়ে যায় তখন সে ছিল গর্ভবতী। সুতরাং সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়নি নিখিলের। তার চরিত্রে ঘটেছে অনেক পরিবর্তন।

soumi | newsfront.co

শ্যামার অনুপস্থিতিতে নিখিলের দিকে হাত বাড়ায় সুনয়না৷ সে নিখিলদের মশলা কোম্পানিরই কর্মী। কিন্তু নিখিলকে সে কিছুতেই বাগে আনতে পারে না।

neel | newsfront.co

 

daughter of shayama | newsfront.co
কৃষ্ণার চরিত্রে সৌমি চ্যাটার্জি

ওদিকে শ্যামার মেয়ে কৃষ্ণা তার বাবার পরিচয় জানতে চায়। কিন্তু শ্যামার তো আগের কথা কিছুই মনে নেই। সে নিরুপায়।

actress | newsfront.co
সুনয়নার চরিত্রে মিশমি দাস

ওদিকে চৌধুরী পরিবারের লোকজন যাচ্ছে বেনারসে। এবার কি তা হলে তাদের দেখা হবে শ্যামার সঙ্গে? নাকি নিখিল শ্যামাকে ভুলে হাঁটবে অন্য কোনও আলোর দিকে?

আরও পড়ুনঃ স্মৃতিভ্রষ্ট শ্যামা

জানতে হলে দেখতে হবে ‘কৃষ্ণকলি’, প্রতিদিন সন্ধে ৭ টায়, জি বাংলায়।ধারাবাহিকের নতুন দুই চরিত্র সুনয়না এবং কৃষ্ণা। কৃষ্ণার চরিত্রে সৌমি চ্যাটার্জি৷ এবং সুনয়নার চরিত্রে মিশমি দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here