নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
১৫ জুন থেকে ফিরছে শ্রীময়ী, হিয়া, মোহর-রা। এদের মধ্যে কেউ বাদ যায়নি। সকলেই ফিরবে স্বমহিমায়৷ কথাটা বলা এই কারণে, ইতিমধ্যেই দুটি জনপ্রিয় বিনোদন চ্যানেল মিলিয়ে বন্ধ হয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক।
সেই জায়গায় দাঁড়িয়ে স্টার জলসা তেমন কোনও খবর প্রেরণ করেনি। সুতরাং লকডাউনের কারণে বন্ধ হচ্ছে না চলমান ধারাবাহিকগুলি। পাশাপাশি বাংলায় আসছে ‘রামায়ণ’।
এ ছাড়াও পুরনো কয়েকটি ধারাবাহিক, যেমন – মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ, রাধাকৃষ্ণ, মহাভারত-ও দেখানো হচ্ছে স্টার জলসায়।
১৫ জুন থেকে চলমান ধারাবাহিকগুলির নতুন সম্প্রচার দেখানো হবে বলে জানানো হয়েছে চ্যানেলের তরফে। এক ঝলকে দেখে নিন কখন কোনটা দেখবেন।
‘রান্নাবান্না’ দেখুন সোম থেকে শনি বিকেল ৪ টে, ‘ওগো বধূ সুন্দরী’ এবং ‘বোঝে না সে বোঝে না’ বিকেল সাড়ে ৪ টে এবং ৫ টা। ‘এখানে আকাশ নীল’ বিকেল সাড়ে ৫ টায়।
আরও পড়ুনঃ সুচন্দ্রার ভাবনায় তিন কন্যের তিনটি জীবন, হাজির টিজার
‘প্রথমা কাদম্বিনী’ সন্ধে ৬ টায়। ‘দুর্গা দুর্গেশ্বরী’ সন্ধে সাড়ে ৬ টায়। ‘শ্রীময়ী’ সন্ধে ৭ টায়। ‘কে আপন কে পর’ সন্ধে সাড়ে ৭ টায়। ‘মোহর’ রাত ৮ টায়। ‘সাঁঝের বাতি’ রাত সাড়ে ৮ টায়। ‘কোরা পাখি’ রাত ৯ টায়। ‘কপালকুণ্ডলা’ রাত সাড়ে ৯ টায়। ‘মহাপীঠ তারাপীঠ’ রাত ১০ টায়। ‘চুনি পান্না’ রাত সাড়ে ১০ টায়। ‘ধ্রুবতারা’ রাত ১১ টা। ‘ইরাবতীর চুপকথা’ রাত সাড়ে ১১ টায়।
রামানন্দ সাগরের সেই অনবদ্য সৃষ্টি ‘রামায়ণ’ ১৫ জুন থেকে সম্প্রচারিত হবে বাংলায়।এ ছাড়াও ‘মহাপ্রভু’ দেখুন সোম থেকে শুক্র সকাল ৯ টায়। ‘শ্রী রামকৃষ্ণ’ দেখুন সোম থেকে শুক্র সকাল সাড়ে ৯ টায়। রাধা কৃষ্ণ দেখুন প্রতিদিন দুপুর ১ঃ৩০ মিনিটে। ‘মহাভারত’ দেখুন শনি ও রবি সকাল ৯ টায়। চোখ রাখতে ভুলবেন না স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584