অবিশ্বাসের মেঘ কাটিয়ে বিশ্বাসের পথে যাত্রা শুরু মথুরের

0
66

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পিরিয়ডধর্মী ধারাবাহিকে মাইলস্টোন স্থাপন করেছিল ‘সাধক বামাক্ষ্যাপা’৷ সেই ধারাবাহিকতা মেনে এগিয়ে চলেছে ‘করুণাময়ী রানী রাসমণি’। অনেকটা পথ পার করে ফেলেছে এই ধারাবাহিক।

Rani Rashmani | newsfront.co

নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন সবই উঠে আসছে একে একে। রানী এখন প্রবীণা। তার ভরা সংসারে ঘাত প্রতিঘাতের অভাব নেই। সব নিয়েই এগিয়ে চলেছে তার জীবনযাপন।

আরও পড়ুনঃ শ্রীময়ীর ভাবনায় আড়ম্বরহীন দুর্গাসাজে সায়ন্তনী

দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিতপদে নিয়োজিত হয়েছে গদাধর। এতদিন তার উপর কিছুতেই ভরসা আর বিশ্বাস করতে পারছিল না মথুর। নানাভাবে গদাধরকে পরীক্ষা নিচ্ছিল সে৷ আর সবেতেই উত্তীর্ণ হয় গদাই।

আরও পড়ুনঃ ছন্দে ফিরছে শহর

এবার মথুর মাথা নোয়াতে চলেছে। গদাধরের পায়ের সামনে সে করজোরে বসে আছে। অবিশ্বাসের মেঘ কাটিয়ে বিশ্বাসের পথে যাত্রা শুরু করল মথুর। বাকিটা জানতে হলে দেখতে থাকুন ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here