কর্ণ-রাধিকার সাম্রাজ্যে এলেন ফাহিম, মন মাতাচ্ছে ছোট্ট আরুষ

0
240

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পেরিয়ে গেছে পাঁচটা বছর। ভুল বোঝাবুঝি আজও টাটকা দুজনের। ইগোর নিদারুণ লড়াইয়ে কাছে এসেও কাছে আসে না কর্ণিকা। দার্জিলিংয়ে দুজনের দেখা হয় অসুস্থ বাচ্চা অভির দৌলতে। তাকে দেখাশোনা করে রাধিকা। রাধিকা অভির কাছে দেবদূতের মতো। তাই সে রাধিকাকে ডাকে অ্যাঞ্জেল বলে।

karna radhika | newsfront.co

তাহলে কি এই অভিই সেতু তৈরি করবে কর্ণ আর রাধিকার সম্পর্কে? এহেন প্রশ্ন দানা বাঁধছে সকলের মনেই। তবে, কোনও ধারাবাহিকে নতুন কোনও চরিত্র এলে প্রশ্নের সংখ্যা নিঃসন্দেহে বেড়ে যায়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। কারণ সাম্প্রতিক এপিসোডে ধারাবাহিকে দেখা গেছে এক ডাক্তারের চরিত্রকে। সেই ডাক্তার গত পাঁচ বছর ধরে অভির চিকিৎসা করে আসছে।

karna sen | newsfront.co

radhika | newsfront.co

অভির সূত্রে রাধিকার সঙ্গে প্রায়ই কথা হয় তার। রাধিকার প্রতি তার ভাল লাগা কাজ করে তা প্রথম ঝলকেই বোঝা গেছে। রাধিকার মনে তেমন কিছু নেই বলেই আশা রাখবে দর্শক। কর্ণ নামক বলয়ে তার জীবন বাঁধা। এরকম এক জায়গায় মোড় নিয়েছে ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’।

karna | newsfront.co

fahim | newsfront.co

সাধারণত গল্প বেশ খানিকটা বছর এগিয়ে গেলে একঘেয়েমি কাজ করে দর্শকের মনে। এক্ষেত্রে তেমনটা হচ্ছে না বলেই জানা যায় সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের ফ্যান পেজ দেখলে। তারা খুশি রাধিকার নতুন লুক, নতুন ইমেজ নিয়ে। পাশাপাশি গল্পের মোচড় নিয়ে। এরপর কোথাকার জল কোথায় গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুনঃ প্রতীকের হাত ধরে প্রবাসী বাঙালির কণ্ঠে হাজির ‘আমার প্রাণের মানুষ’

ডাক্তারের চরিত্রে ফাহিম মীর্জা। ফাহিম বাংলা টেলিভিশনের বহু পরিচিত মুখ। এর আগে রাশি থেকে শুরু করে মনসা, এখানে আকাশ নীল, রানী রাসমণি, রাইকিশোরী, গোয়েন্দা গিন্নি, জলনূপুর, রেশম ঝাঁপি, প্রথমা কাদম্বিনী সহ অগণিত ধারাবাহিকে তাঁকে পেয়েছে দর্শক, নানা শেডের চরিত্রে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের ধরন ঠিক কেমন নেগেটিভ নাকি পজিটিভ তা জানা যাবে ধীরে ধীরে।

অভির চরিত্রে ক্লাস থ্রি’র আরুষ দে৷ তার এই প্রথম অভিনয়ে আসা। ডান্স করে আরুষ। ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে তার দুষ্টু-মিষ্টি ইমেজ।’কি করে বলব তোমায়’ দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ১০ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here