নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের এক এবং অন্যতম বলিষ্ঠ নারী চরিত্র মোহর। নারীনির্ভর ধারাবাহিক মানেই অবশ্য কেন্দ্রীয় নারীচরিত্র বলিষ্ঠ, প্রতিবাদী, স্পষ্টবাদী, আবেগপ্রবণ। এই সবকিছুর সঙ্গে আরেকটা বিশেষণও জুড়ে দেওয়া যায়, সে প্রেমিকামনের। নিজের ভালোবাসা তারা প্রকাশও করে হাবেভাবে, আদবকায়দা এবং কথাবার্তায়।
কিন্তু লীনা গঙ্গোপাধ্যায়ের মোহর একটু অন্যধরনের। সে মন প্রাণ দিয়ে ভালোবাসে শঙখকে। সেটা সে নিজেও জানে এবং দর্শকও। শুধু জানে না শঙখ। ওদিকে শঙখর কথাও না বললে নয়। সেও ভালোবাসে মোহরকে। কিন্তু কেউ কারোকে নিজের কথা বলে উঠতে পারে না।
আধুনিককালের সোশ্যাল মিডিয়ানির্ভর তরুণ-তরুণী হয়েও তারা কেউ কারোকে জানাতে পারে না মনের কথা। ওদিকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়ে ঘরও বাঁধছে অনেকে।
আজ এতগুলো পর্ব পেরিয়ে গেলেও তাদের প্রেমের ছোঁয়ায় রাঙালেন না কাহিনিকার। তাদের রোমান্স দেখলেন না দর্শক। বুক ফাটলেও মুখ ফাটে না দুজনের। কিন্তু তাতে কী? ‘মোহর’ এই মুহূর্তে সেরা স্থানে অবস্থান করছে। দর্শক ভালোবাসছে ‘মোহর’কে। তা হলে কি দর্শক প্রেম প্রেম খেলা দেখতে চান না টিভিতে? মনে দানা বাঁধে প্রশ্ন৷ উত্তর আছে শুধুই লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে।
ওদিকে মোহরের বিয়ে ভেবে তিতির-ঈশানের রিসেপশনে আসে শঙ্খ। রিসেপশনে এসে শঙ্খ কি বুঝতে পারবে যে এটা মোহরের বিয়ের অনুষ্ঠান নয়? নাকি ভুল বোঝাবুঝি থেকেই যাবে মোহর এবং শঙ্খর মধ্যে?
অন্যদিকে, শঙ্খ এবং শ্রেষ্ঠার আশীর্বাদ কি শেষ পর্যন্ত সম্পন্ন হবে? সবটাই চমক হিসেবে রাখছেন কাহিনিকার। বোঝার উপায় নেই তিনি কোনদিকে নিয়ে যাবেন তাঁর গল্পকে। এক পর্ব দেখতে বসে বোঝা দায় পরের পর্ব কী হতে পারে।
আরও পড়ুনঃ ইউটিউবে ইমনের পুজোর গান- ‘একি লাবণ্যে’
সেখানেই লীনা গঙ্গোপাধ্যায় অন্যরকম। তাঁর গল্পবুনন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসার বন্যা বয়ে যায় তেমনি নিজেদের পছন্দমতো ঘটনা না এগোলে সমালোচনা করতেও ছাড়েন না দর্শক৷ আর সেখানেই সাফল্য একজন কাহিনিকারের। আশা করা যায়, দর্শককে আশাহত করবেন না তিনি মোহরের বেলাতেও। দর্শকের চাহিদার কথা ঠিক মাথায় রাখবেন তিনি৷
আরও পড়ুনঃ দাদাগিরির গ্র্যান্ড ফিনালে আসন্ন
লীনা গঙ্গোপাধ্যায় সবসময়ই বলে থাকেন- “আমার গড়া চরিত্ররা সকলের খুব চেনা। পাশের বাড়ি, আত্মীয়, বন্ধুবান্ধবদের মধ্যেই তাদের বসবাস। কেউ আবার নিজের মধ্যেও খুঁজে পান এই চরিত্রগুলোকে।”
লীনা গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী মোহরও তেমনই একজন। সময় বলবে মোহরের জীবনের গতিপথ কোনদিকে এগোবে। আর তাই ‘মোহর’ দেখুন রাত ৮ টায় স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584