বড় হল ফিরকি, মহা সপ্তাহে দারুণ চমক!

0
823

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Tele actress | newsfront.co

আর সেই ছোট্টটি নেই ফিরকি। সে এবার প্রাপ্তবয়স্কা। আর শুধুই প্রাপ্তবয়স্কা নয়, সে একজন আইনজীবি। তার লক্ষ্মী মা আজ বেজায় খুশি। স্বপ্নপূরণ হতে চলেছে তার।

 

Phirki serial | newsfront.co

একদিন যে অনাথ মেয়েকে সে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল নিজের ঘরে সেই মেয়েই আজ কর্মসূত্রে যায় বিচারালয়ে। নিজে তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও মানুষ করে ফিরকি নামের এক মানবীকে। নিজে কোনওদিন মা হতে পারবে না জানে সে হাড়ে হাড়ে। কিন্তু তাতে কী? মাতৃত্বের স্বাদ লুটে পুটে নিয়েছে লক্ষ্মী।

Phirki serial | newsfront.co

ছোট্ট ফিরকির চরিত্রে দর্শক।দেখেছেন মাহি সিংকে। এবার ফিরকি প্রাপ্তবয়স্কা। আর এই চরিত্রে ধরা দেবেন সম্প্রীতি পোদ্দার। আর তার বাল্যবন্ধু নীলাদ্রির চরিত্রে সায়ন মুখার্জি। এই প্রথম কোনও কেন্দ্রীয় পুরুষ চরিত্রে সায়ন।

Phirki serial | newsfront.co

Phirki serial | newsfront.co

আইনজীবি হয়ে ফিরকির লক্ষ্য তৃতীয় লিঙ্গের মানুষদের সমান অধিকার পাইয়ে দেওয়া। আর শুধু তাই নয়, তাদের ঘিরে তথাকথিত ট্যাবুগুলিকে সমূলে উৎখাত করা। ওদিকে পরিবারের বিপক্ষে গিয়ে ফিরকিকে বিয়ের প্রস্তাব দেয় নীলাদ্রি।

আরও পড়ুনঃ ২৫ জুলাই থেকে ‘সুপার সিঙ্গার’-এর নয়া এপিসোড

Phirki serial | newsfront.co

কী হবে এরপর? বৃহন্নলার পালিতা মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে কি নীলাদ্রির পরিবার? আর লক্ষ্মী? সে কী করবে? জানা যাবে ২৭ জুলাই থেকে ২ অগাস্ট ধারাবাহিকের মহাসপ্তাহ পর্বে।

Phirki serial | newsfront.co

সোম থেকে রবি রাত ৯ টায় চোখ রাখুন জি বাংলায়৷  প্রোমোতে ধরা দিলেন তনিমা সেন এবং শাওন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here