নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সদ্য উচ্চমাধ্যমিক পাশ করল দিতিপ্রিয়া রায়। এর অনেক আগে থেকেই জানবাজারের রানী রাসমণি সে। মাত্র ১৫-১৬ বছর বয়স থেকেই অভিনয় করছেন ত্রিশোর্ধ রমণীর চরিত্রে। বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। আর তা ঘটাতে উদ্যোগ নিয়েছিল ‘সুব্রত রায় প্রোডাকশন’। বেশ কিছু সমস্যা সামনে এসে দাঁড়ানোতে জনপ্রিয় এই ধারাবাহিকটির দায়িত্ব কাঁধে নেয় জি বাংলা স্বয়ং।
শুরুর দিন থেকে এর টি আর পি’র কাঁটা ঊর্ধগামী। এখন অবশ্য তাকে দ্বিতীয়তে রেখে প্রথমে রয়েছে ‘কৃষ্ণকলি’। কিন্তু তাতে কী? রানী’মায়ের কদর তার দর্শক সন্তানদের কাছে কমবে না কখনও। ইতিহাসের অনেকটা সময় পার করে এসেছে এই ধারাবাহিক। এসে গিয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের ট্র্যাহক। তাঁর লীলাতেই আজ সমৃদ্ধ হচ্ছে পর্বগুলি।
আরও পড়ুনঃ শেষের পথে ‘ত্রিনয়নী’, ২৭ জুলাই থেকে অবন ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’
আর আগামিকাল থাকছে রানী’মায়ের আরেক লড়াইয়ের কাহিনি। বিধবা বিবাহের পক্ষে তার ঐতিহাসিক পদক্ষেপের কিছু ঝলক থাকবে আগামিকাল অর্থাৎ ১৯ জুলাইয়ের পর্বে। রানী রাসমণি সেই সময়ে দাঁড়িয়ে একজন সমাজ সচেতন মানুষ ছিলেন। সেই ইতিহাসই এবার উঠে আসতে চলেছে ধারাবাহিকে।
আরও পড়ুনঃ কলেজের দরজায় দিতিপ্রিয়া, উচ্চমাধ্যমিকে ৮২.৪%
সদ্য স্কুলের গণ্ডি পেরনো দিতিও লেখাপড়া করতে চায় সমাজবিদ্যা কিংবা ইংরেজি বিষয়কে সঙ্গে নিয়ে। এমনটাই জানিয়েছে সে নিউজ ফ্রন্ট-কে। ১৯ জুলাই জমজমাট রবিবার-এর পর্বে দেখতে ভুলবেন না রানী’মায়ের বিধবা বিবাহের সমর্থনে ঐতিহাসিক পদক্ষেপের প্রথম পর্ব, ঠিক সন্ধে সাড়ে ৬ টায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584