নাতবৌ’কে বাঁচাতে রুদ্রাণী রূপে রানী রাসমণি

0
408

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

চলতি সপ্তাহে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। ৯ অগাস্ট অবধি দর্শককে নড়ে বসার অবকাশ দেবে না জানবাজারের রানী মা। এবার তো সে রুদ্রাণী রূপে হাজির হতে চলেছে।

 

Rani Rashmoni | newsfront.co

আজ্ঞে হ্যাঁ, নাতবৌ’কে বাঁচাতে সে এবার আরও বেশি প্রতিবাদী, আরও কঠোর। এবার সে রুদ্রাণী রূপী রানী। শত্রুদমনে সে হাতে তুলে নিয়েছে বন্দুক। টানটান উত্তেজনাময় এই পর্ব মিস করলে চলবে না।

আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ মণি হোক বা তারাসুন্দরী, অনন্যা তিনি

প্রসঙ্গত, দিনকয়েক আগে এক স্বনামধন্য ব্র্যাদন্ডের টিভিসি এবং ফোটোশুটে ইন্দো-ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন রানী মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। এবার রানীমা’র পোশাকেই রুদ্রাণী রূপে বন্দুক হাতে তাঁকে আবিষ্কার করবেন দর্শক।

‘করুণাময়ী রানী রাসমণি’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here