আসল চারুর খোঁজে মরিয়া আর্য

0
663

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ব্লাইন্ড স্কুলে চারুকে দেখেও চিনতে পারে না আর্য। চারুর মুখ মনে নেই তার। সে অন্য চারুকে আজ দেখে রোজ। কিন্তু অন্ধ চারুর হাতের মিষ্টি খেয়ে সে অবাক হয়ে যায়। আসল চারুকে জিজ্ঞেস করে- “কে আপনি?” এহেন স্টোরিলাইনের হাত ধরেই এগোচ্ছে ধারাবাহিক ‘সাঁঝের বাতি’।

Tele actress | newsfront.co

ওদিকে চারু ব্লাইন্ড স্কুল ছেড়ে চলে যেতে চায় আর্যর কাছ থেকে সরে যাওয়ার জন্য। অন্ধ স্কুলের একটি বাচ্চা মেয়ে তাকে প্রতিষ্ঠান ছেড়ে যেতে বাধা দেয়। চারু তাকে প্রতিশ্রুতি দেয় যে সে যাবে না। ওদিকে আর্য তাকে বলেছে সে যেখানেই যাক না কেন তার পিছু সে ছাড়বে না।

Sanjher bati | newsfront.co

তার আসল পরিচয় সে জেনেই ছাড়বে। আরেকদিকে, বাড়ি ফিরে একদিন সে বাড়িতে থাকা অন্য চারুকে বলে সে তার হাতে বানানো ক্ষীরমোহন খেতে চায়।

আরও পড়ুনঃ ‘এখানে আকাশ নীল’-এ ডাক্তারের চরিত্রে প্রমিতা

Star Jalsha | newsfront.co

কী হবে এরপর? জানতে হলে দেখতে ভুললে চলবে না ‘সাঁঝের বাতি’, প্রতিদিন রাত সাড়ে ৮ টায় স্টার জলসায়। এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে রয়েছেন অনুরাধা রায়, জুন মালিয়া, শাওন দে, রেজওয়ান রব্বানি শেখ, দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়া মণ্ডল সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here