নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দর্শককে সুরেলা জাদুতে ভরিয়ে তুলতে আজ থেকে ফের হাজির ‘সুপার সিঙ্গার’। লকডাউনের চোখরাঙানিতে বন্ধ ছিল শুটিং। ফলে, শুভঙ্কর চট্টোপাধ্যায়ের উদ্যোগেই দর্শক দেখেছেন শো-এর একাধিক ভার্চুয়াল এপিসোড। কিন্তু তাতে মন ভরছিল না দর্শকের এমনকী হোস্ট যিশু সহ বাকিদের। অবশেষে সমস্যার সমাধান হয়েছে। ৪০ জনের ইউনিট নিয়ে শুরু হয়েছে সব নন ফিকশনের শুটিং। সামাজিক দূরত্ব বজায় রেখে, ফ্লোর ছিমছাম রেখে চলছে শুটিং। আজ থেকে প্রতি শনি ও রবিবার ফের নতুন পর্ব দেখবেন দর্শক।
১২ জন চ্যালেঞ্জার থাকবে আজ ও আগামিকালের পর্বদুটিতে। তারা চ্যালেঞ্জ দেবে শো-এর ৬ জন কনটেস্ট্যান্টকে। আজ স্টার জলসা আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানা গেল, ওই ১২ জন নিজেদের প্রমাণ করতে পারলে তাদের মিলবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শো-এর হোস্ট যিশু সেনগুপ্ত এবং প্রযোজক শুভঙ্কর চ্যাটার্জি জানান- “অনেকেরই প্রতিভা আছে। কিন্তু কোনও না কোনও কারণে তারা পৌঁছতে পারে না মঞ্চ অবধি। অডিশনের দিন হয়ত অনেকের কণ্ঠ সঙ্গ দেয় না, সেই কারণেও অনেকে ভাল গাইয়ে হয়েও প্রতিযোগিতার মঞ্চে পৌঁছতে পারে না। তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। শ্রোতা-দর্শকদের কাছে ভাল গান পৌঁছে দিতে চাই আমরা। চ্যালেঞ্জারের জার্নিটা শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে তা থমকে যায়। ”
আরও পড়ুনঃ বড় হল ফিরকি, মহা সপ্তাহে দারুণ চমক!
বিচারকের আসনেও ঘটছে আমূল পরিবর্তন। থাকছেন শান, অভিজিৎ ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি এবং লোপামুদ্রা মিত্র। আজকের পর্বের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আগের তিন বিচারক জিত গাঙ্গুলি, কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু।
শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান- “ভার্চুয়ালি অনেক বিচারক থাকবেন এবার এই শো-তে। বাকিটা চমক হিসেবে থাক।” প্রতি শনি ও রবিবার রাত ৯ টায় দেখুন ‘সুপার সিঙ্গার’ স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584