নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে রাজনৈতিক সমীকরণের নয়া চমক করুণানিধি-পুত্র এম কে আলাগিরির। জানা গিয়েছে, নতুন রাজনৈতিক দল তৈরি করছেন আলাগিরি। শুধু তাই-ই নয়, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়বে আলাগিরির নতুন রাজনৈতিক দল।
সূত্র মারফৎ জানা যাচ্ছে আলাগিরির নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে কেডিএমকে। এই দলে ফিরতে পারেন আলাগিরি-পুত্র দয়ানিধি। ডিএমকে-র যুব শাখার দায়িত্বে যেরকম স্ট্যালিন-পুত্র উদয়নিধি রয়েছেন, সেই রকম পদই কেডিএমকে-তে পেতে চলেছেন দয়ানিধি।
আরও পড়ুনঃ বিহার: শেষ পর্যন্ত জয়ী এনডিএ জোট, এক নম্বরে তেজস্বীর আরজেডি
করুণানিধি-পুত্র আলাগিরিকে বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী হিসেবের পেতে চায় বিজেপি। তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।তামিলনাডু রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, জোট আলোচনা যথেষ্ট ইতিবাচক স্তরে রয়েছে। পরিস্থিতি এক থাকলে আগামী ২১ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন আলাগিরি। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্ভবত চেন্নাইয়ে আগামী ২১ নভেম্বর শাহ-আলাগিরি সাক্ষাৎপর্ব হতে পারে। যদিও তামিলনাড়ু বিজেপির প্রধান এল মুরুগান জানিয়েছেন এ ব্যাপারে তিনি এখনও কিছু জানেন না।
আরও পড়ুনঃ আতশবাজির ধোঁয়ায় ঢাকল পাঞ্জাবের আকাশ, লাগামছাড়া বায়ু দূষণ
এই বিষয়ে আলাগিরির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি এখনও, তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরেই তাঁদের সঙ্গে বিজেপি যোগাযোগ রাখছে। ওই ঘনিষ্ঠের কথায়, দীর্ঘদিন ধরে কথা চলছে। পরিবার ও দল থেকে যেভাবে আলাগিরিকে একঘরে করা হয়েছিল তা অত্যন্ত অন্যায়। এই দল এবং জোট গঠনের প্রক্রিয়া ঠিকভাবে চললে স্ট্যালিনকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আলাগিরির জন্যএটা একটা বড় সুযোগ, হয়তো বা শেষ সুযোগ।
ডিএমকে-র এক শীর্ষ নেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, আলাগিরির কোনও কেন্দ্র নেই, কোনও সমর্থক নেই, টাকা নেই। উনি নতুন দল-ই করুন বা বিজেপির জোটসঙ্গী যাই হন না কেন, ১-২ দিনের শিরোনাম বাদে তামিলনাড়ু রাজনীতিতে এর কোনও প্রভাব পড়বে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584