সাধারণ ধর্মঘট সফল করতে আজ নতুন প্রজন্মরা এগিয়ে এসেছেঃ মহম্মদ সেলিম

0
55

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বৃহস্পতিবারের সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচুর কম বয়সীরা এগিয়ে এসেছেন বলে মন্তব্য করলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মুজফ্ফর ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এবিষয়ে আরো বলেছেন, “বামেদের সমস্ত কর্মসূচিতে নতুন প্রজন্ম এগিয়ে আসছেন।

Mohammed Salim | newsfront.co
মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে বামপন্থীদের শ্রমজীবী বাজার, শ্রমজীবী ক্যান্টিনে তারা পূর্ণ সহযোগিতা করছেন। আজকের ধর্মঘটে পুলিশের লাঠিচার্জে তারা দমেনি। এই ভাবে ধর্মঘট আজ সফল করেছে তারা।” তিনি আরো বলেন,”আজকের ধর্মঘটে আর এস এস নিয়ন্ত্রণ কারী সংগঠন ছাড়া প্রত্যেকেই এই বনধ সমর্থন করেছেন।

আরও পড়ুনঃ সাম্প্রতিক কালের সবচেয়ে সফল ধর্মঘট, সাংবাদিক সম্মেলনে দাবি সূর্যকান্তর

তৃণমূল অবশ্য মুখে আমাদের দাবি সমর্থনের কথা বলে আজ বামপন্থীদের ওপর গুণ্ডা লেলিয়ে দিয়েছে।” একই সঙ্গে এই প্রাক্তন বাম সাংসদ বলেছেন, “অন্য দিকে নজর ঘুরিয়ে দিতে আজ বিজেপি রেলের ব্রিজ তাড়াতাড়ি শেষ করার দাবি করে চালাকির কর্মসূচি করেছে।

কেন্দ্রীয় সরকার দু হাজার চৌদ্দ সালের পর থেকে রেলের ব্রিজ সংস্কার করেনা। আজ কৃষক ও কর্মহীন শ্রমিকদের জন্য বেশি মানুষ আজকের ধর্মঘট সমর্থন করেছেন। কৃষি সংক্রান্ত বিল দিয়েই চাষিদের আটকানো হচ্ছে। বিজেপি সরকার প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধুদের সুবিধা দেওয়ার জন্যই চাষিদের আটকাতে হামলে পড়ছে।”

আরও পড়ুনঃ প্রতারকদের হয়ে কথা বলছেন, সরাসরি যোগ রাজ্যপালের মামলা দায়েরের দাবি কল্যাণের

পাশাপাশি এদিন তিনি ফের বিজেপি ও তৃণমূল ‘গটআপ’ গেম খেলার অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন,”ডিজিটাল রেশন কার্ড এখনও সব রাজ্যের সব মানুষ পাননি। স্বাস্থ্যসাথী কার্ডনিয়েও কাটমানি খাওয়ার অভিযোগ বেরিয়ে পড়ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here