রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, ১৬এপ্রিল থেকে ‘ভার্চুয়ালি’ কাজের নির্দেশ জারি হাইকোর্টের

0
120

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজ্যে ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এই আবহে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করলো, হাইকোর্টের যাবতীয় কাজকর্ম চলবে ভার্চুয়াল মাধ্যমে। ১৬ এপ্রিল থেকে কার্যকর হবে নির্দেশ।এক বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কোর্টের কাজ চলবে সকাল ১০:৩০ থেকে দুপুর ১:১৫ অব্দি, দ্বিতীয়ার্ধে দুপুর ২ টো থেকে ৩টে পর্যন্ত।

high court | newsfront.co
নিজস্ব চিত্র

তবে সবটাই হবে ভার্চুয়াল মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে” রাজ্যের সমস্ত জেলা আদালতের বিচারপতিদের এই নির্দেশ মেনে আদালতের কাজ চালাতে হবে, এই সময়সূচি অনুযায়ী। সব আইনজীবী ও আদালতের কর্মীদের যাবতীয় কোভিড বিধি কঠোরভাবে মানতে হবে। পোর্ট ব্লেয়ার ও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ক্ষেত্রেও একই নির্দেশ মানতে হবে।”

আরও পড়ুনঃ ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ নির্বাচন কমিশনকে তোপ অনুব্রতর, শোকজ কমিশনের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬,৫৩১; এই নিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮২,৪৬২, করোনায় মৃত্যু হয়েছে ১০,৪৫৪ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here