নিজ খরচে কোয়ারেন্টাইন, লিখিত সম্মতি- নয়া নির্দেশিকা আন্তঃদেশীয় বিমানযাত্রায়

0
61

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

আন্তঃদেশীয় বিমানযাত্রার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। লকডাউন চলাকালীন দেশীয় বিমান ভ্রমণের নতুন নিয়ম প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় যাত্রীদের নিজেদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে এবং রাজ্যগুলিকে বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনালের প্রস্থানস্থলে থার্মাল স্ক্রিনিং নিশ্চিত করতেও বলা হয়েছে।

AIR INDIA | newsfront.co
প্রতীকী চিত্র

এক্ষেত্রে উপসর্গ না থাকলে তবেই বিমান বা জাহাজে উঠতে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিদেশ থেকে আসা ভারতীয়দের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল কেন্দ্র। এর মধ্যে সাতদিন নিজের খরচায় থাকতে হবে কোয়ারেন্টাইন সেন্টারে। বাকি সাতদিন হোম আইসোলেশনে থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

আরও পড়ুনঃ করোনা থাবায় মৃত্যু দিল্লি এইমস-এর প্রাক্তন চিকিৎসকের

রবিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, বিমান ও জাহাজে আগত যাত্রীদের ক্ষেত্রে নিজের খরচে কোয়ারেন্টাইনে থাকার সম্মতি জানিয়ে লিখিত দিতে হবে। তবে অন্তঃসত্ত্বা, পরিজনের মৃত্যু, অসুস্থতা ও দশ বছরের কম বয়সী শিশু থাকলে সাত দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে না।

guideline | newsfront.co
আন্তঃদেশীয় বিমান যাত্রার নয়া নিয়ম

সেক্ষেত্রে ১৪ দিনই হোম আইসোলেশনে থাকবেন সংশ্লিষ্ট যাত্রী। এই নির্দেশিকাটি নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।

new guidelines | newsfront.co
আন্তর্জাতিক বিমান যাত্রার নয়া নিয়ম

সম্প্রতি মন্ত্রী জানিয়েছেন, যে আগামীদিনে করোনাভাইরাসের পরিস্থিতি দেখে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে পারে। অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, সংস্থাগুলি দ্বারা ভ্রমণকারীদের টিকিট সহ ‘কী করবেন ও কী করবেন না’ সরবরাহ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here