মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
লকডাউনের মধ্যেই চালু হয়েছে বিমান পরিষেবা। তবে বিমান পরিষেবা চালু হওয়ার আগেই বলা হয়েছিল উড়ানে মাঝের আসনে কোনো যাত্রীকে বসানো যাবে না। লকডাউন চলায় বন্দে ভারত মিশনে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের ভারতে ফেরাচ্ছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার বিমান এই মিশনে চলাচল করছে। কিন্তু নিয়ম ভেঙে বিমানের মাঝের আসনেও যাত্রী বসানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে শুনানি হয়।
শুনানি শেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই সিলমোহর। উড়ানে মাঝের আসন ফাঁকা রাখতেই হবে, সোমবার একথা স্পষ্ট জানিয়ে দিল অসামরিক বিমানের নিয়ামক সংস্থা ডিজিসিএ। সেই নিয়ম মেনেই বিমানের টিকিট বন্টন করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে মাঝের আসনের যাত্রীকে বিশেষ সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। যাত্রীদের চাপ থাকলে সেক্ষেত্রে মাঝের আসনে যাত্রী বসানো যাবে।
আরও পড়ুনঃ ভারতে বর্ষার আগমন, কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
তবে সেই যাত্রীকে বিশেষ পোশাক দিতে হবে। যাতে যাত্রীর মাথা থেকে পা অবধি সেই পোশাকে মুড়ে রাখা যায়। পাশাপাশি, বিমানের অন্যান্য যাত্রীদেরও ত্রিস্তরীয় মাস্ক, ফেসশিল্ড ও স্যানিটাইজার দেওয়া বাধ্যতামূলক। তবে বিমান সংস্থাগুলির দাবী, যদি মাঝের আসনে যাত্রী বসানো না হয় তাহলে তাদের আর্থিক ক্ষতি হবে। বিমানসংস্থাগুলির এহেন কথাতেও কোনো লাভ হল না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584