ভিভিআইপি-দের যাতায়াতে লাইফলাইন তৈরিতে মা ফ্লাইওভারে ৪৫দিনের মধ্যে নতুন হাইট-বার

0
90

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাস-ট্রাক বা বড় গাড়ির জন্য আর নয় মা-উড়ালপুল। সাধারণত এয়ারপোর্ট থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী আধিকারিকরা এই মা ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য মন্ত্রী-আমলারাও মা উড়ালপুল ধরেই যাতায়াত করেন।

Maa Flyover | newsfront.co
মা ফ্লাইওভার। ফাইল চিত্র

তাই শহরের সাধারণ গাড়ির ভিড়ে যাতে উড়ালপুল যানজট না হয়, তার জন্য এবার ৪৫ দিনের মধ্যে ১০ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নতুন হাইট বার বসানোর জন্য দরপত্র আহ্বান করল পূর্ত দফতর। নবান্নের নির্দেশেই এই নয়া পরিকল্পনা বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে। অনলাইনে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, এতদিন হাইট-বার খুলে রাখা হয়েছিল মা ফ্লাইওভার-এ। কারণ উঁচু গাড়ির চলাচলে সমস্যা হত। কিন্তু জরুরি প্রয়োজনের ক্ষেত্রে শহরের সাধারণ যানজট পেরিয়ে লাইফলাইন দ্রুতগতির রাস্তাও রাখা প্রয়োজন। ঠিক যেমন ভাবে বহু বছর আগে কলকাতার প্রথম লাইফলাইন হয়ে উঠেছিল ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন পর্যবেক্ষক

সেই কারণেই এবার নতুন করে মা ফ্লাইওভারের বিভিন্ন স্পট-এ আরও উঁচু হাইট-বার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ভিভিআইপি কনভয় যাতায়াতের জন্য কোনও অসুবিধা না হয়।এমনকি মা ফ্লাইওভার-এর বিভিন্ন জায়গায় যে পুরনো নিচু হাইট বার বসানো রয়েছে, সেগুলোও খুলে ফেলে নতুন করে হাইট বার বসানো হবে।

আরও পড়ুনঃ এবার আলিপুর চিড়িয়াখানার তথ্য মিলবে মোবাইল অ্যাপে

উল্লেখ্য, মা উড়ালপুল কলকাতার সবচেয়ে উচ্চতম উড়ালপুল। এর মধ্যে তিনটে হাইট পয়েন্ট রয়েছে। একদম নিচে যেটি রয়েছে তার উচ্চতা ২.৫৮ মিটার। তার ওপর হাইট পয়েন্ট রয়েছে তিন মিটারের। তার উপর যেটা রয়েছে সেটার উচ্চতা ৩.৬ মিটার। নতুন টেন্ডারে ২.৫৮ মিটার বার খুলে ৩.৬ মিটার লাগানো হবে। এছাড়াও যেখানে যেখানে হাইট বার খুলে রাখা হয়েছিল, সেখানেও তিন মিটারের বেশি উচ্চতায় হাইট বার লাগিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here