নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কি, ইন্দ্রজিৎপ্রেমীরা নড়ে চড়ে বসলেন? এই ত্রিকোণ প্রেমের ঘটনাটা ঘটতে চলেছে ধ্রুবর জীবনে। অর্থাৎ ‘ধ্রুবতারা’ ধারাবাহিকের ধ্রুবর জীবনে। ধারাবাহিকে আসছে নতুন চরিত্র, নাম অনুজা। কে এই অনুজা? অনুজা হল ধ্রুবর প্রাক্তন স্ত্রী। সে দশ বছর পর ফিরছে ধ্রুবর সাম্রাজ্যে। ফেলে আসা অতীত হাতছানি দিচ্ছে ধ্রুবর জীবনে।
ওদিকে তারাও টেনে বের করবে একটা লুকনো সত্যকে। সেই সত্য সামনে এলে কী করবে ধ্রুব? অবাক হবে নাকি রেগে যাবে? কী সেই সত্য? জানতে হলে দেখতে হবে ধারাবাহিক ‘ধ্রুবতারা’।
আরও পড়ুনঃ আনুষ্ঠানিকভাবে সামনে এল ‘প্রতিদ্বন্দ্বী’র পোস্টার
আরও পড়ুনঃ অনলাইনে কিডস ফ্যাশন শো, জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অনুজার চরিত্রে দেখা যাবে তানিয়া করকে। তানিয়া কর বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘রানী রাসমণি’ ধারাবাহিকে বিধবা নারীর ভূমিকায় করেছেন বাজিমাত। এ ছাড়াও একাধিক ধারাবাহিকেও দর্শকমন জয় করেছেন তিনি। এবার একেবারে অন্য ইমেজে তাঁকে দেখবেন দর্শক।
সোম থেকে রবি রাত ১১ টায় দেখুন ‘ধ্রুবতারা’, স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584