স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় একাদশে নতুন দুই ওপেনারকে দেখা যাবে-একজন মায়াঙ্ক আগরওয়াল। অন্য ওপেনার হবেন হয় হনুমা বিহারী নাহলে রোহিত শর্মা। বাদ পড়লেন আগের দুই ওপেনার মুরলী বিজয় ও কে এল রাহুল। এছাড়াও দলে ফিরলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।উমেশ যাদবকে বসিয়ে জাদেজাকে নেওয়া হয়েছে।অন্যদিকে পিটার হ্যান্ডসকম্বের জায়গায় অস্ট্রেলিয়া দলে ফিরলেন অলরাউন্ডার মিচেল মার্শ।
ভারতীয় একাদশঃ মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ প্যান্ট, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (ক্যাপ্টেন), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিওন ও জস হ্যাজেলউড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584