নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাড়ি বাড়িতে টাটকা মাছ পৌঁছানোর লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করল মৎস্য দফতর ৷পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় দেখা যাবে মাছ বিক্রির তিন চাকার মৎস্যযান। মৎস্য দফতরের উদ্যোগে এ এক অভিনব প্রয়াস।
এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করবে এই সব মৎস্য-যান। বুধবার হলদিয়া ব্লকে তিন চাকার মৎস্যযান ও স্বাস্থ্যকর তাপনিয়ন্ত্রিত বাক্স দেওয়া হল সাতজন মৎস্যজীবীকে, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মাছ বিক্রি করবে এই মৎস্যযান।
আরও পড়ুনঃ ভেটাগুড়িতে সন্ত্রাসের প্রতিবাদে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, হলদিয়ার বিডিও সঞ্জয় দাস , হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা , সহ সভাপতি সাইফুল ইসলাম, মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যান্য ব্যক্তি বর্গ ।তবে মৎস্য দফতরের এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার মৎস্যজীবীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584