নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে শুরু হয়েছে চরম আর্থিক সংকট। এই বিষয়টিকে মাথায় রেখেই বিগ বাজেটের পুজো কমিটিগুলো নিজেদেরকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। বরং সাধারণ মানের পুজো করে টাকা বাঁচিয়ে গরির ও অসহায় মানুষদের জন্য তা খরচ করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন ইসলামপুর দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ।
কিছুদিন আগেও তাদের ২০ লক্ষ টাকা বাজেট নিয়ে আলোচনা হয়েছিল। এরপর শুরু হয় করোনা সংক্রমণ। আর তাই সেই বাজেট থেকে তারা পিছিয়ে এসেছেন।
আরও পড়ুনঃ করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ শিক্ষকের
শুধুমাত্র মহিলা ও শিশুরা যাতে দূর্গা পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং একটু আনন্দ করতে পারে, শুধুমাত্র তার জন্যই বিগ বাজেট থেকে সরে এসে ছোট বাজেটের পুজো করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবগুলির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে এবার কোনোভাবেই বিব্রত করা যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584