দর্শেনেন্দ্রিয় প্রতিবন্ধীদের দৃষ্টি ফেরাতে মেসির উদ্যোগ

0
45

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ফের মানবিকতার পরিচয় দিলেন লিওলেন মেসি। এবার এগিয়ে এলেন দর্শেনেন্দ্রিয় প্রতিবন্ধীদের সাহায্য করতে। নতুন উন্নত প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’ র সাহায্যে এমন এক ক্যামেরা তৈরি করেছে ওরক্যাম যা কিনা দৃষ্টিশক্তিহীন মানু্ষদের সাহায্য করবে।

Lionel Messi | newsfront.co

কাছে থাকা মানুষকে চেনা থেকে জিনিসপত্রর উপলব্ধি সবই করতে পারবে এই উন্নত প্রযুক্তি। আর এই সংস্থার সঙ্গে যুক্ত হলেন মেসি। সম্প্রতি মেসি দর্শেনেন্দ্রিয় প্রতিবন্ধীদের দৃষ্টি ফেরাতে ভূমিকা নিলেন তিনি।

আরও পড়ুনঃ এবার র‍্যাকেট ভেঙে বিতর্কে জোকোভিচ

এরপরে বিভিন্ন দেশের দশজন ফুটবল প্রেমীর একাদশ বেছে নিলেন। ইংল্যান্ড, ব্রাজিল , ফ্রান্স, রাশিয়া-সহ বিভিন্ন দেশের শিশু থেকে মধ্যবয়সি, প্রত্যেক বয়সের দৃষ্টিহীন মানুষ এই সুবিধা পেলেন। তাঁদের হাতে ওরক্যামের বিশেষ চশমা তুলে দেন মেসি নিজেই।

আরও পড়ুনঃ এবার অস্ট্রেলিয় মিড ফিল্ডার ব্র্যাডেনকে দলে নিল এটিকে-মোহনবাগান

এমনকি ছ’বছরের এক খুদে আর্সেনাল ভক্তকেও ওই ক্যামেরা উপহার হিসেবে দিলেন মেসি। সঙ্গে আছে প্রযুক্তির ক্যামেরাও ভবিষ্যতে এই চশমা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি মানুষকে দিতে চান এলএমটেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here