শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে কুশমন্ডি ব্লকে গাপ্পি মাছ ছাড়া হল ১৪০০ জলাশয়ে। এদিন ১ লক্ষ ৫৩ হাজার গাপ্পি মাছ ছাড়লেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী। এদিন কুশমন্ডি ব্লকে কুশমন্ডি জলাশয় ও ড্রেনে গাপ্পি মাছ গুলি ছাড়া হয়।
এই মাছ মশা ও ডেঙ্গু প্রতিরোধ করবে, তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের ফিসারি দফতরের আধিকারিক প্রবঞ্জন সাহা, প্রদীপ কুমার সিং, ভিআরপি -রা।
এই প্রসঙ্গে ফিসারি দফতরের আধিকারিক প্রবঞ্জন সাহা বলেন “আজ গাপ্পি মাছ বিতরণ করা হল এবং ১৪০০ জলাশয়ে ছাড়া হল।
আরও পড়ুনঃ করোনা দূর করতে গাছে মাস্ক পরিয়ে পুজো, চলল সচেতনতাও
যা মশার লাভাকে খেয়ে ফেলবে।” আগামী দিনে আরও গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানালেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584