মোহনা বিশ্বাস, কলকাতাঃ
প্রথমে করোনা, তারপর ঘূর্ণিঝড় আমপান। জোড়া দুর্যোগের ধাক্কায় ভেঙে পড়ল কলেজস্ট্রিটের বইপাড়া। করোনা মোকাবিলায় লকডাউন তো চলছেই। যার কারণেই বন্ধ স্কুল, কলেজ। আর সেই কারণেই আলগা হয়েছিল বইয়ের বাজার। এরপর আমপান এসে কলেজস্ট্রিটের ঐতিহ্যবাহী বইপাড়াকে একেবারে তছনছ করে দিয়ে গেল।
দুর্যোগের সেই অভিশপ্ত রাত কাটিয়ে সকালবেলা যখন বইপাড়ায় সবে প্রবেশ করেছে এমন সময়ে বই বিক্রেতারা দেখলেন এক হাঁটু জলে ভাসছে হাজার হাজার বই। এই দৃশ্য দেখে বই বিক্রেতা ও প্রকাশকদের মুর্ছা যাওয়ার জোগাড় হয়েছিল। কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই যে করার ছিল না সেই মুহূর্তে। তারপর বইপাড়ার সেই করুণ ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। জলও নেমে গেল। কিন্তু বই যে ভেজা। আর কে কিনবে এ বই? গত শত বছরে বইপাড়ার এইরকম ক্ষতি কেউ দেখেনি।
দুর্যোগ না, বইপাড়ার কাছে একটা দানবের নাম আমপান। এই রেশ একটু কাটিয়ে উঠতেই ভাইরাল হওয়া ছবিগুলোতে নজর পড়ল বইপ্রেমীদের। বইপাড়াকে সুস্থ করতে এগিয়ে এলেন অনেকেই। কিন্তু ভেজা বই কিনবেন না কেউই। তাহলে জলে ভাসতে থাকা ওই হাজার হাজার বইগুলোর কী হবে? সব নষ্ট? কলেজস্ট্রিটের বই বিক্রেতাদের কপাল থেকে চিন্তার ভাঁজটা যেন কিছুতেই যেতে চাইছিল না। এমতাবস্থায় বইপাড়াকে সাহায্য করতে এগিয়ে এলেন ‘বুক স্ক্যাটভেঞ্জার্স’-এর সদস্যরা।
তবে সাহায্যটা তাঁরা একটু অন্যভাবে করলেন। তাঁদের মতে অর্থ দিয়ে সাহায্য অনেকেই করছেন ঠিকই কিন্তু তাহলে ভেজা বইগুলোর কী হবে? এরপরই প্রায় দশজন ছোট বই বিক্রেতার থেকে নিয়ে নেন প্রচুর বই নেন ‘বুক স্ক্যাইভেঞ্জার্স’-এর সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, ‘সামান্য কিছু অর্থের বিনিময়ে যদি সকলে মিলে বইগুলো সংগ্রহ করে নেওয়া যায়? সকলের সাহায্যে তাহলে ঘুরে দাঁড়াতে পারে বইপাড়া। আর বইগুলো থেকে যাবে সেই লড়াইয়ের স্মৃতি হিসেবে।’
আরও পড়ুনঃ সেলফি নিষিদ্ধ, মানতে হবে দূরত্ববিধি
সংগ্রহ করা বইগুলি শুকিয়ে, বাঁধাই করে তাঁরা তুলে দেবে সেই মানুষগুলোর হাতে, যাঁরা অনুদান দিয়ে বইপাড়ার পাশে থাকবেন। এর থেকে যা অর্থ পাওয়া যাবে, তা সংগৃহীত বইয়ের সংখ্যা অনুযায়ী বই বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়াও তাঁরা ভেবেছে যে, যদি অনুদানের অর্থ সংগৃহীত বইয়ের তুলনায় বেশি হয়ে যায় তাহলে সেই অর্থ দিয়ে কিছু স্মারক অনুদানকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। ‘বুক স্ক্যাকভেঞ্জার্স’-এর এই উদ্যোগে সাড়া দিয়েছেন বহু বইপ্রেমী মানুষ। আপনারাও যদি চান বইপাড়াকে সুস্থ করে তুলতে ‘বুক স্ক্যানভেঞ্জার্স’-এর এই উদ্যোগে সামিল হবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ‘বুক স্ক্যানভেঞ্জার্স’-এর সদস্যদের সঙ্গে।
Shalini Sengupta
Bank name – State Bank of India
Account number – 20427164524
IFSC – SBIN0001357
UPID – sengupta.shalini15@oksbi
Phone number – +91 9051867450
Please fill the google form to furnish your details:
https://forms.gle/b3gki8xfw1MyG9AT8
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584