ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
‘ওয়ান মোর থিং’। স্টিভ জোবস এই বাক্যটিকে কিংবদন্তির জায়গায় নিয়ে গেছেন।
গতকাল আইফোন ৮,৮+, আইফোন -X ও নতুন অ্যপেল স্মার্ট ওয়াচ বাজারে লন্চ করল অ্যপেল। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আইফোন -X ।’ওয়ান মোর থিং’কথাটা যেন আইফোন -Xএর জন্যই প্রযোজ্য।এই নতুন আইফোনের কিছু ফিচার নিয়ে কথা বলা যাক।
ফেস আইডি: এবার আইফোনে আসছে ফেস আইডি। আঙুলের ছাপ দিতে হবে না, আইফোন ক্যামেরা দিয়ে ব্যবহারকারীকে চিনে নেবে। খুলে যাবে ফোন।
থাকছেনা-হোম বাটন : আইফোনের আরেকটি আইকনিক পরিবর্তন আসছে। তার গোলাকার হোমবাটন। এবার হোম বাটন তুলে দিচ্ছে অ্যাপল। এখন থেকে ফোনের নিচের অংশ থেকে ওপরের দিকে আঙুল নিয়ে গেলে ফোন হোমে চলে আসবে। যেকোনো মেন্যু থেকে আবার হোমে ফিরতে নিচ থেকে সোয়াইপ করার পদ্ধতিটি ব্যবহার করতে হবে।
ব্লেজেললেস স্ক্রিন: হোম বাটন সরিয়ে ফেলার ফলে আইফোনে এখন পর্দা পুরো মোবাইলজুড়ে থাকছে।
ওলেড প্রযুক্তি: ফোন হাতে নিলে বা স্ক্রিনে স্পর্শ করলেই স্লিপ মুড থেকে অন হবে ফোন। বাটন আর চাপতে হবে না। এখন আইফোন স্লিপ মোডে থাকা অবস্থাতেই অন্ধকার ডিসপ্লেতে আঙুল রাখলেই তা জেগে উঠবে।
ওয়ারলেস চার্জ ও ইয়ারফোন: ইয়ারফোন আর চার্জারের তার দুটিই ব্যবহারকারীদের জন্য অনেক সময় যন্ত্রণার কারণ হয়ে যায়। এই ঝামেলা থেকে মুক্তি মিলছে এবার।
নতুন ক্যামেরা প্রযুক্তি: ছবি তোলার আগে অবজেক্টের গতি ও অবস্থা বুঝে তারপর তুলবে ডুয়াল ক্যামেরা। এখন এটি আরও উন্নত ও আধুনিক হয়ে উঠছে। ছবি তোলার আগে অবজেক্টের মোশন ও অবস্থা বুঝে আইফোন ছবি তুলবে। শুধু তা-ই নয়, ক্যামেরায় ব্যবহার করা হচ্ছে অগমেন্টেড রিয়্যালিটি।
সেই ‘ওয়ান মোর থিং’-এর জন্য এবার অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584