স্পোর্টস ডেস্ক, নিউজফ্রন্ট:-
জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান- মঞ্চ মাতালেন ঋত্বিক রোশন, বরুণ ধাওয়ান।তার পরই আইপিএলের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় চেন্নাইয়ের। এক বল বাকি থাকতে এক উইকেটে জিতে যায় এমএস ধোনির দল।
আজ বিকেলে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লী ডেয়ার ডেভিলস্ ।তার পরই ইডেনে নতুন রূপে নতুন নাইটরা শুরু করবেন আইপিএল অভিযান।বিপক্ষে বিরাট কোহলির আরসিবি।কলকাতার চেনা মুখ গম্ভিরের সঙ্গে এবার নেই ইউসুফ পাঠান, মানিশ পান্ডেও। সব মিলিয়ে নতুন এক চেহারাই নিয়েছে দলটি।
নাইট রাইডার্স স্কোয়াড:-সুনিল নারিন, ক্রিস লিন, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, আন্দ্রে রাসেল, মিচেল জনসন, পিযুস চাওলা, কুলদিপ যাদব, শুভম গিল, ইশাঙ্ক জাগ্গি, কমলেশ নাগারকোটি, নিতিশ রানা, বিনয় কুমার, অপূর্ব ওয়াঙ্খারে, রিঙ্কু সিং, শিভম মাভি, ক্যামেরন ডেলপোর্ট, জ্যাভন শার্লস ও টম কোরান।
নিলামের পরেই মনে হয়েছিলো এবার কলকাতা শিরোপার জন্য নয়, বরং ভবিষ্যতের দিকে তাকানোর উদ্দেশ্যেই মাঠে নামছে। দলটিতে দারুণ সম্ভাবনাময় বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। কিন্তু আইপিএলের মতো আসর জিততে শুধু সম্ভাবনার উপর ভর করে কোনো লাভ নেই।
কলকাতার স্কোয়াডের দিকে একটু মনোযোগ দিয়ে তাকালে বেরিয়ে পড়বে তাদের কিছু দুর্বলতা। দল হিসেবে কলকাতা সব সময়ই তাদের খেলোয়াড়দের আগলে রাখার চেষ্টা করে। কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় এমন আছে, যাদেরকে আগলে রাখার পিছনে কাড়িকাড়ি টাকা খরচ করেও কোনো লাভ হয়নি। যদিও তারা অসম্ভব প্রতিভাবান এবং নিজেদের দিনে সব গুঁড়িয়ে দিতে পারেন। এবারও যদি এই খেলোয়াড়রা তেমন কিছু করতে না পারেন, তবে কলকাতার সমর্থকদের হতাশই হতে হবে।
গৌতম গম্ভির নেই, মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, উমেশ যাদব, ক্রিস ওকস ও কলিন ডি গ্রান্ডহোমও চলে গেছেন। কলকাতার নতুন চেহারা অবশ্যম্ভাবী হয়ে উঠল এদের বিদায়েই। এদের মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় কলকাতার লোগোর মতোই হয়ে উঠেছিলেন। কিন্তু পেশাদার দুনিয়ায় আসলে এটা স্রেফ একটা আবেগ ছাড়া কিছু নয়।
নতুন যারা এসেছে, তাদের মধ্যে শুভম গিল, কমলেশ নগরকোটি, শিভম মাভি ভারতীয় অনূর্ধ্ব-১৯ খেলেছেন কদিন আগেই। তরুণ হলেও এদের প্রতি বিশেষ ভরসা দেখিয়েছে কলকাতা এবং এর পিছনে তাদের ভবিষ্যত ভাবনাই বেশি কাজ করেছে। এ ছাড়া দলে এসেছেন একই মালিকের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের জ্যাভন শার্লস। আছেন মিচেল জনসন ও ক্যামেরন ডেলপোর্টও। এ ছাড়া মিচেল স্টার্কের বদলি কম কোরান ও নিতিশ রানাও আছেন কলকাতার নতুনদের মধ্যে।
ব্যাটিংয়ে নাইট রাইডার্স বজায় রাখতে পারে টি-টোয়েন্টির আদর্শ ধরন। এবারও কলকাতায় ওপেন করতে দেখা যেতেই পারে সুনিল নারিনকে। এছাড়াও আছেন রবিন উথাপ্পা, ক্রিস লিন, দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল।কলকাতার সফলতার বেশির ভাগই নির্ভর করবে এই কজনের উপর।
বোলিংয়ে কিছুটা সংশয়ে থাকবে কলকাতা। কারণ সুনিলের বোলিং আরো একবার সন্দেহপূর্ণ অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে। এ ছাড়া মিচেল স্টার্কের অনুপস্থিতি এবং আন্দ্রে রাসেলের গত এক বছরে খুব বেশি বোলিং না করাও তাদের দুশ্চিন্তার বিষয়। এ অবস্থায় কুলদিপ যাদবকে নিতে হবে অনেক বেশি দায়িত্ব। কলকাতার বোলিং লাইনের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন টম কোরান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584