নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সম্প্রতি কেরলের বাম সরকার শ্রম নীতি সংক্রান্ত একটি খসড়া প্রদর্শন করেছে, যাতে কেরলের সমাজ ও অর্থনীতির পাশাপাশি শ্রমিক কল্যাণ, সুরক্ষা ও বিকাশের কথা ভেবে শ্রমিকদের দৈনিক আয় বৃদ্ধির কথা ভাবা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় কেরলে শ্রমিকদের দৈনিক মজুরির নূন্যতম হার বেশি। রাজ্যের শ্রমিক দফতরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নূন্যতম মজুরি বেড়ে দিন প্রতি ৬০০ টাকা করা হয়েছে।
তবে ‘মিনিমাম ওয়েজেস অ্যাক্ট’ অনুযায়ী, শ্রমিকদের পাশাপাশি অন্যান্য দফতরের কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাবা হয়েছে, দফতরের যে সব কর্মচারীদের বেতন বকেয়া পড়ে রয়েছে,অথবা যে কোনও দফতরে কারও কোনও বকেয়া থাকলে তা পূরণের জন্য একটি রেভিনিউ রিকভারি সিস্টেম গঠন করা হবে।
শ্রম আইন সুরক্ষা নীতির আওতায় যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনও লভ্যাংশ রাখতে পারে না, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের টিচিং ও নন-টিচিং স্টাফদের কথা মাথায় রেখে নতুন নিয়মাবলী ভাবা হবে, যাতে তারাও একটি ভদ্রস্থ বেতন পায়।
কেরল এমন একটি রাজ্য যেখানে শ্রম আইন দফতরের নিয়মাবলীগুলি খুবই বিস্তৃত ও অনুপুঙ্খ। নতুন শ্রম নীতির লক্ষ্য রাজ্যের বিভিন্ন শ্রমিকদের কল্যাণ তহবিলকে শক্তিশালী করা, প্রশাসনিক ব্যয় হ্রাস করে স্বাস্থ্য-আবাসন হিসাবে সুবিধা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার বিষয়ক সেমিনার
এছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগ, কৃষি বিভাগ, ফিসারি সংক্রান্ত বিভাগগুলিকে পরিবর্ধন করা। ভাবা হয়েছে, একটি লেবার ব্যাঙ্ক গঠন করা হবে যা ভবিষ্যতে গৃহকর্মীদের শ্রম সুরক্ষা ও কল্যাণের ব্যাপারে খেয়াল রাখবে। এছাড়া সম্মিলিত দর কষাকষি জোরদার ও স্বচ্ছ করতে ২০১০ সালের ‘ট্রেড ইউনিয়ন অ্যাক্ট’ আইনকে আরও কঠোর ভাবে প্রয়োগ করা হবে।
একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুধু দিন মজুরদের মধ্যেই নয়, মিড-ডে-মিল সিস্টেম আইটিআই বিভাগেও প্রসারিত হবে। ‘স্মার্ট ক্লাসরুম’, ‘ভার্চুয়াল ক্লাসরুম’ এবং অন্যান্য নতুন প্রযুক্তি প্রদান করা হবে বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য।
পাশাপাশি মহিলা ও বঞ্চিত জনগোষ্ঠীর কথা মাথায় রেখে বিশেষ দক্ষতা কর্মসূচি নেওয়া হবে। সর্বোপরি সকল সেক্টরের কর্মীদের জন্য চাকরির সুরক্ষা, ভদ্রস্থ পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে এলডিএফ সরকার বেশ গুরুত্ব দিয়েই দেখছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584