শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ফেসবুকের বার্ষিক ‘অকুলাস কানেক্ট’ ইভেন্টে ঘোষণা করা হয় যে, ফেসবুকের নতুন নাম এখন মেটা। শুধু নাম নয়, পালটে গিয়েছে সংস্থার লোগোও।
এই নতুন লোগো নিয়েই নিউসেন্সল্যাব নির্মিত বার্লিনের একটি মাইগ্রেন অ্যাপ, “M-sense Migräne”-এর হাস্যরসাত্মক বিদ্রুপের মুখোমুখি জুকারবারগের সংস্থা। মেটা-র লোগো যে কার্যত তাদের লোগো থেকেই ‘অনুপ্রাণিত’ সেকথা টুইটারে জানালো M-sense Migräne।
We've been told this rebrand to @Meta is causing Mr. Zuckerberg a big migraine — we can help! Just download our app 😘 #facebook #meta #migraine #migraineapp pic.twitter.com/aN5P3VFk47
— M-sense Migräne (@msense_app) October 30, 2021
তবে এযাত্রায় জুকারবারগ যে আইনি জটিলতায় পড়ছেন না, তা বলা যায়। কারণ M-sense তাদের টুইটে এক ব্যবহারকারীর উদ্দেশ্যে লিখেছে,” আমরা বলছিনা যে ফেসবুক আমাদের লোগো চুরি করেছে বরং তাদের অনুপ্রেরণা দিতে পেরে আমরা সম্মানিত।“
As someone who gets migraines I can confirm facebook privacy policies are a major headache https://t.co/67bgkKSaBd
— DappPunk (@dapppunk) November 1, 2021
ফেসবুক-কে কটাক্ষ করে M-sense Migräne একটি টুইটে লিখেছে, “ আমরা সম্মানিত যে ফেসবুক আমাদের মাইগ্রেন অ্যাপের লোগো দেখে অনুপ্রাণিত হয়েছে, এবার হয়তো তারা আমাদের ডেটা প্রাইভেসি পদ্ধতি থেকেও অনুপ্রাণিত হবেন।“ এই টুইটেই আরেকজন উত্তর দিয়েছেন ফেসবুকের প্রাইভেসি পলিসি-ই একটি আস্ত মাথা যন্ত্রণার বিষয়।
আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘকে চ্যালেঞ্জ ছুঁড়ে WFP ডিরেক্টরের সঙ্গে টুইট যুদ্ধে এলন মাস্ক
M-sense অবশ্য একই সঙ্গে মার্ক জুকারবারগ-কে পরামর্শ দিয়েছে রিব্র্যান্ডিং-এর কারণে মাইগ্রেনের যন্ত্রণায় ভুগলে তিনি যেন M-sense অ্যাপের মাধ্যমেই তার চিকিৎসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584