নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টানটান উত্তেজনায় ‘কৃষ্ণকলি’ ব্যাটিং করে চলেছে ভাল রকমের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শ্যামা। আর এবার তো সে আরও অন্যরকম। ভোল পালটে, লুক পালটে এ কোন শ্যামা?…
রাধারানী অনিরুদ্ধ আর কৃষ্ণাকে জানিয়ে দেয় যে কৃষ্ণা আর গান গাইবে না। ওদিকে নিখিল আর শ্যামা কৃষ্ণাকে রাধারানীর হাত থেকে বাঁচাতে মরিয়া। ছদ্মবেশী শ্যামা, নিখিল আর অরুণ ঢুকে পড়ে রাধারানীর বাড়িতে।
আরও পড়ুনঃ বর্ষীয়ান কর্মহীন অভিনেতার পাশে সব্যসাচী-ঐন্দ্রিলা
অলোক মেসোকে চোরাকুঠুরি দিয়ে বের করে দেয় শ্যামা। এরপর কৃষ্ণাকে নিয়ে রাধারানীর সামনে হাজির হয় শ্যামা, নিখিলরা। এবার কি তবে পর্দা ফাঁস হবে রাধারানীর? কী হতে চলেছে ৩ মে’র পর্বে? তা হলে কি পালটে যেতে চলেছে ধারাবাহিকের মোড়? সেটা সময় বলবে।
তবে, শ্যামার নতুন লুক বেশ অন্য স্বাদ দেবে। মাথায় টুপি, জিন্স আর ফুল স্লিভ টি-শার্টে শ্যামা হাজির একেবারে অন্য ইমেজে।দেখতে থাকুন ‘কৃষ্ণকলি’ প্রতিদিন সন্ধে ৭ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584