শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রবিবার বিকেলে নন্দরাম মার্কেটের পাঁচতলা বড়বাজারে শিশুকে পাঁচতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলার পর অভিযুক্ত শিবকুমার গুপ্তাকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। ওই ঘটনায় তিন শিশুকে সে ছুড়ে ফেললেও দেড় বছরের একজনের মৃত্যু হয়, একজন আহত হয় এবং আটকে গিয়ে বেঁচে যায় একজন। এরপরেই অভিযুক্তের স্ত্রীর বিষয়ে খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। আর তাতেই এক প্রতিবেশীর বয়ানে ঘনীভূত হয়েছে রহস্য।
অভিযুক্ত শিবকুমারের দাবি, তার স্ত্রী দীর্ঘদিন ধরেই নিখোঁজ। কিন্তু শিবকুমারের এক প্রতিবেশী দাবি করেছেন, শিবকুমার তার স্ত্রীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন। তিনি তার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দিতেন। এমনকী তাঁকে শিবকুমার খুন করে দেহ লুকিয়ে দিয়েছেন বলেও দাবি। প্রতিবেশীদের দাবি সত্যি নাকি শিবকুমার ঠিক কথা বলছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক ভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত শিবকুমার গুপ্তা আদতে উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। সেখানে তার এক ছেলেও থাকে। বড়বাজারে থাকে শিবকুমারের আরেক ছেলে, সে এখানে ম্যাটাডোরের ব্যবসা দেখাশোনা করে।
আরও পড়ুনঃ বড়বাজারে পাঁচতলা থেকে ৩ শিশুকে ছুঁড়ে ফেলল প্রতিবেশী, মৃত্যু দেড় বছরের এক শিশুর
পুলিশের দাবি, রবিবার সন্ধ্যায় প্রথমে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে বড়বাজার থানায় একটি ফোন আসে। শিবকুমারের ছেলে ফোনে জানান, তাঁর বাবা এক শিশুকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে খুন করেছে। কারণ সেই সময় তার ওই ছেলের সঙ্গে ফোনে কথা বার্তা চলছিল। সেই অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর শিবকুমারকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ ভেজাল সরষের তেল কারবারের হদিশ, আটক ৩
কিন্তু নতুনভাবে রহস্য ঘনীভূত হয়েছে শিবকুমারের স্ত্রীকে নিয়ে। সন্তান থাকলেও তাদের মা জীবিত না মৃত সেটা বলতে পারছেন না কেউই। ধৃত শিবকুমারের দাবি, তার স্ত্রী বেশ কয়েক বছর আগে বাড়ি ছেলে চলে যান। তারপর পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। সত্যিই এরকম কোন ডায়েরি করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রতিবেশীদের দাবি। শিবকুমার তার স্ত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করে আত্মহত্যা করিয়ে বা খুন করে দেহ লোপাট করে দিয়েছে। বিষয়টি নিয়ে নিখোঁজ খবর চালাচ্ছেন তদন্তকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584