নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
জেলায় আজ আরও একটি নতুন থানা গঠিত হল।সোমবার দুপুরে বালুরঘাট অঞ্চলের পতিরামে এই নবগঠিত থানার উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আই জি বিশাল গর্গ। স্বাধীনতার পূর্বোত্তর এই পতিরামে একটি থানা থাকলেও স্বাধীনতার পর সেই থানা উঠে যায়।

দেশভাগের পর সেই পতিরাম থানা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে পড়ে এবং তা বালুরঘাট থানার অন্তর্গত হয়ে যায়। কিন্তু ৭১ -র পর ফের পতিরাম ও তার সংলগ্ন অঞ্চল ঘন বসতি এলাকাতে রূপান্তরিত হয়ে পড়লে সেখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাসিন্দাদের মধ্যে ফের পতিরামে একটি থানা গঠনের দাবি উঠতে থাকে।

সেদিকে লক্ষ্য রেখেই আশির দশকে বিগত বাম সরকারের আমলে পতিরামে একটি বালুরঘাট থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি খোলা হয়। সম্প্রতি ওই ফাঁড়িটিকে পুলিশের তদন্ত কেন্দ্র হিসেবে কাজ চালানো হচ্ছিল।ইতিমধ্যে পতিরাম ও তার নিকটবর্তী অঞ্চল ঘনবসতিপূর্ণ হয়ে পড়ায় এলাকার মানুষকে আইন শৃঙ্খলা রক্ষার্থে বালুরঘাট থানায় দৌড়োতে হতো ।
আরও পড়ুনঃ মহিলা ঋণদান সমবায় সমিতির আমানতকারীদের বিক্ষোভ আলিপুরদুয়ারে
সেদিকে লক্ষ্য রেখে ও সাধারণ মানুষদের এই হয়রানী দূর করতে ও এলাকায় আইন শৃঙ্খলা আরও মজবুত করবার দাবিতে স্থানীয়দের মধ্যে পুলিশ ফাঁড়িকে থানা হিসেবে উন্নীতকরণ করবার প্রবল দাবি উঠতে থাকে।
এক যুগ পর অবশেষে আজ তাদের সেই দাবি পূরণ হওয়ায় তারা খুশি।
বালুরঘাট পঞ্চায়েতের পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও কুমারগঞ্জ ব্লকের একটি গ্রামপঞ্চায়েতকে নিয়ে আজ নতুন রূপে জন্ম নিল পতিরাম থানা।এই থানা উদ্বোধনে উত্তরবঙ্গ রেঞ্জের আই জি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডি আই জি অনুপ জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ছাড়াও অনান্য জেলা পুলিশের আধিকারিকগন।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে চিত্রকলা প্রদর্শনীর সূচনা
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বাচ্চু হাসদা, তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র ও স্থানীয় বিশিষ্ট নাগরিক সাগরময় ঘোষ সহ উপস্থিত পতিরামের বিশাল নাগরিকবৃন্দ উপস্থিত থেকে পতিরামের এই নবগঠিত থানার উদ্বোধনের সাক্ষী হতে হাজির ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584