নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার অন্তর্গত তৃণমূল কংগ্রেস পরিচালিত সাগরদিঘী গ্রাম পঞ্চায়েতে আজ শুক্রবার নতুন প্রধান নির্বাচিত করা হল। জানা গেছে, সাগরদিঘী গ্রাম পঞ্চায়েতের ২৩ জন সদস্যের মধ্যে ১৭ জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সাগরদিঘী গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন জিতু দাস নামের এক পঞ্চায়েত সদস্য।
গত কয়েকদিন আগে ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অরূপ মন্ডলের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয় এবং তাকে অপসারণ করা হয়। পরে নিয়ম মোতাবেক শুক্রবার নতুন প্রধান গঠন হল সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত। নতুন প্রধান গঠন অনুষ্ঠানে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত চত্বর। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য।
আরও পড়ুনঃ ছত্তিশগড় পুর নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার, ব্যাকফুটে বিজেপি
নতুন প্রধানের দায়িত্ব বুঝে নেবার পর জিতু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাগরদিঘী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584