জল সংকটে রোধে নতুন প্রকল্প মেমারি পুরসভায়

0
92

সুদীপ পাল, বর্ধমানঃ

পানীয় জল সমস্যার সমাধানে বিশেষ প্রকল্প রূপায়ণের পরিকল্পনার কথা জানাল বর্ধমানের মেমারি পুরসভা। প্রায় ৭০ কোটি ৩০ লক্ষ টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। সম্প্রতি সাড়ে ৬৫ কোটি টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার।

New project to prevent water crisis
সংবাদচিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর নলকূপের মাধ্যমে পুরনো পাইপ লাইন দিয়ে জল সরবরাহ করা হয় পুরসভার ১৬টি ওয়ার্ডে। পুরনো পাইপের জেরে সর্বত্র পরিস্রুত পানীয় জল পৌঁছায় না। নাগরিকদের একাংশের অভিযোগ ছিল, গ্রীষ্মের অধিকাংশ সময়ে শহরের বহু এলাকায় জলের ঘাটতি দেখা দেয়। শুধু তাই নয় পানীয় জলের সংযোগের জন্য আর্জি জানালেও তা দিতে গড়িমসি করে মেমারি পুরসভা।

আরও পড়ুনঃ লায়ন্স ক্লাব, রেডক্রস সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ

নতুন প্রকল্প অনুযায়ী, শহরকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলে থাকবে তিনটি করে ওয়ার্ড। প্রতিটি অঞ্চলের জন্য উচ্চ জলাধার তৈরি করা হবে। গভীর নলকূপের মাধ্যমে শহরজুড়ে সরবরাহ করা হবে জল। শহরের ১২৩ কিলোমিটার রাস্তা জুড়ে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ হবে। মেমারি পুরপ্রধান স্বপন বিষয়ী বলেন, ‘শহরের জনসংখ্যা বাড়ছে। সে কথা মাথায় রেখেই পানীয় জলের যোগান বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তা মঞ্জুর হয়েছে।’
জল সরবরাহের সাথে সাথে সবুজায়নের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here