মেসিদের সামনে নতুন রেকর্ডের হাতছানি

0
72

স্পোর্টস ডেস্কঃ-

আর বাকি দুটো ম‍্যাচ। সেই দুটোতে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা-লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে বার্সেলোনা।

বার্সেলোনাকে ভিয়ারিয়ালের গার্ড অফ অনার প্রদান

অবশিষ্ট ম‍্যাচগুলো লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। ষষ্ঠ স্থানে থাকা ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা।প্রথমদিকে ফিলিপে কৌতিনিয়ো ও পাওলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ব্যবধান বাড়ান মেসি। আর শেষ দিকে জোড়া গোল করেন দেম্বেলে।

স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ দেয় ভিয়ারিয়াল। পাঁচ মিনিটের ব্যবধানে দুই ব্রাজিলিয়ানের গোলে শুরুটা দুর্দান্ত করে চ্যাম্পিয়নরা। ৪৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান মেসি। পিছনে ইনিয়েস্তাকে বল বাড়িয়ে দ্রুত ছয় গজ বক্সের মুখে ছুটে গিয়ে ফিরতি পাস পেয়ে নীচু শটে গোলটি করেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে তিন গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া ভিয়ারিয়াল বিরতির পর আক্রমণাত্মক শুরু করে। ৫৪তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। পাবলো ফোরনালসের ক্রস নিকোলা সানসোনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কাম্প নউয়ে শেষবারের মতো নামা ইনিয়েস্তাকে ৬১তম মিনিটে তুলে নেন কোচ। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অধিনায়ককে শ্রদ্ধা জানায়। বদলি নামেন লুইস সুয়ারেজ। ৮৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন দেম্বেলে।আর তিন মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন দেম্বেলে।

৩৬ ম্যাচে ২৭তম জয় পাওয়া চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট হলো ৯০। চ‍্যাম্পিয়ান আগেই হয়েছে, এবার অপরাজিত হয়ে চ‍্যাম্পিয়ান হওয়ার হাতছানি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here