নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
২০০০ সালের বন্যার পর দীর্ঘ দিন ধরে জীর্ণ অবস্থায় পড়ে থাকা কালুখালি বাইপাস থেকে সারফিয়া হাই মাদ্রাসা পর্যন্ত রাস্তার কাজের শুভারম্ভ হলো আজ। এই কাজে এম. পি বদরুজ্জা খান তাঁর সাংসদ তহবিল থেকে ৯,৪৩,৭৭১ টাকা বরাদ্দ করেন।উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বদরুজ্জা খান,সারফিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, অন্যান শিক্ষক বৃন্দ ও এলাকাবাসী।
আরও পড়ুনঃ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নতুন রাস্তা নির্মানের এলাকা পরিদর্শন
এই কাজ শুরু হয়ওয়ায় যেমন খুশি এলাকাবাসী, তেমনি খুশি হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরাও। এই অঞ্চলে আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এর পূর্বে কাজ হয়নি বলে জানা গেছে। বৃষ্টিতে জল কাদার মধ্যে দিয়ে প্ৰতিদিন যাতায়াত করতে হতো ছাত্রছাত্রীদের।তবে রাস্তার হয়ে যাওয়ার পর সে সমস্যা থেকে মুক্তি পাবে সবাই বলেই উপস্থিত এলাকাবাসীর দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584