নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না গ্রাহক। পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে এটিএমে টাকা তোলার নিয়ম। এই দিন থেকেই কোনো গ্রাহক যদি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে আগের নিয়মেই চার্জ কাটা হবে।
করোনা পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই কারণেই এটিএমে টাকা তোলার ক্ষেত্রে এতদিন সুবিধা দেওয়া হয়েছিল। অর্থনীতিতে করোনা প্রভাব নিয়ে উদ্বেগের কথা বলতে গিয়ে মার্চের শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, একটি ব্যাঙ্কের গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন।
আরও পড়ুনঃ নাগাল্যান্ডে বাড়ানো হল আফস্পা’র মেয়াদ
চার্জ ছাড়াই এটিএমে টাকার তোলার ওই সুবিধা তিন মাসের জন্য দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছিল সেইসময়। সেইমতো ৩০ জুন এই মেয়াদ শেষ হয়েছে। এ নিয়ে নতুন করে এদিন রাত পর্যন্ত কিছু ঘোষণা হয়নি।
অর্থাৎ, এখনও পর্যন্ত এটিএমের এই সুবিধার মেয়াদ বর্ধিত করার কোনো খবর নেই। ফলে পয়লা জুলাই থেকে এটিএমে টাকা তুলতে গেলে আগের নিয়মেই চার্জ দিতে হবে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584