নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফালাকাটা টোটো ইউনিয়নের পক্ষ থেকে ফালাকাটা টোটো চালকদের জন্য নতুন নিয়ম চালু হল রবিবার থেকে।
জানা গিয়েছে, অসুস্থ যাত্রীদের জন্য কোন নিয়ম থাকছে না, রিজার্ভ নিয়ে যে কোন স্থানে যাওয়া যাবে, যেকোনো সময় পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, এছাড়াও দুর্গাপূজা এবং কালী পূজার সময় নিয়মের পরিবর্তন হবে।
আরও পড়ুনঃ ভাষণ শুরু হল ব্রিগেডের জনসভায়
টোটো চালকদের নিজের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ৷ টোটো চালকরা যে যে রোডের ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছেন তারা নির্ধারিত এলাকাতেই চলাচল করতে পারবে ।ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে টোটো চালকদের এবং সমস্ত টোটো চালককে যথাযথ ভাবে ট্রাফিক নিয়ম মেনে চলাচল করতে হবে।
এদিন ফালাকাটা ট্রাফিক মোড়ে একটি সভা করে এই নিয়ম চালু করল ফালাকাটা টোটো ইউনিয়ন কর্তৃপক্ষ । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা, ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায়, সংখ্যালঘু সেল এর জেলা সভাপতি আব্দুল মান্নান প্রমুখ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584