শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
করোনা আবহে দীর্ঘ ২০ মাস পরে গত ১৬ নভেম্বর থেকে স্কুল খুলেছে রাজ্যে। এই কদিন নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছিল এবং তা সোম থেকে শনিবার পর্যন্ত। আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা হল এক নয়া নির্দেশিকা। তাতে বলা হয়েছে যে, এখন থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসও নেওয়া হবে স্কুলে তবে কোন ক্লাসের পড়ুয়ারা কোনদিন স্কুলে যাবে তার একটি নির্দেশিকা আজ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের নয়া নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস নেওয়া হবে সোমবার, বুধবার ও শুক্রবার। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস নেওয়া হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার। শনিবার কোন ক্লাস নেওয়া হবে না। আগের মতই সকাল সাড়ে দশটাতে স্কুলে পৌঁছতে হবে পড়ুয়াদের। কোভিড বিধি এবং কোভিড সচেতনতা শেখানোর পর ১০টা বেজে ৫০ মিনিট থেকে শুরু হবে ক্লাস এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টে।
আরও পড়ুনঃ টানা ২ বছর পর আবারও দর্শকের উপস্থিতিতে সিরিজের তৃতীয় ম্যাচ ইডেনে কিউইদের বিপক্ষে
দার্জিলিং ও কালিম্পং- স্কুল শুরু হবে সকাল সাড়ে ৯টায় ও শেষ হবে বিকেল ৩টের সময়।
মেনে চলতে হবে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ যাবতীয় কোভিড বিধি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584