নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৫০শতাংশ কমানো হবে সরকারি পরিবহন ও মেট্রো। সেই অনুযায়ী আজ বিবৃতি জারি করল মেট্রো। কমিয়ে দেওয়া হয়েছে মেট্রোর সংখ্যা, বদল হয়েছে সময়সূচিতেও।
শুক্রবার থেকেই নতুন টাইম টেবিল মেনেই চলবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ২১৬টির পরিবর্তে চলবে ১৯২টি রেক, শনিবার ২১৮টির পরিবর্তে ১৮২টি এবং রবিবার ৯৮টির বদলে চলবে ৮২টি রেক। সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা সকাল ৭.৩০টার পরিবর্তে শুরু হবে সকাল ৮টা থেকে।
আরও পড়ুনঃ পিএম কিষান নিধির সুবিধা চেয়ে মোদীকে চিঠি মমতার
দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৭টা ৪৮মিনিটে, অপরদিকে দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো ৯টার পরিবর্তে ছাড়বে রাত ৮টাতে, কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রোও একইসময়ে। তবে রবিবার সকাল ১০টায় শুরু হবে মেট্রো চলাচল। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584