খড়্গপুরে ‘আপনার মতামত, বিজেপির ঘোষণাপত্র’ শীর্ষক কর্মসূচির সূচনা দিলীপ ঘোষের

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার মাতকাতপুরে রবিবার বিকেলে “আপনার মতামত, বিজেপির ঘোষণাপত্র” শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শমিত কুমার দাশ সহ অন্যান্য কার্যকর্তারা।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রচার ট্যাবলোর সূচনা করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই রকম ট্যাবলো ঘুরবে। সেই ট্যাবলোতে থাকা “অভিযোগ বক্সে” স্থানীয় অধিবাসীরা তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে পারবে।

bjp member | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি, বিজেপির সরকার গঠিত হলে কেমন শাসনব্যবস্থা মানুষ চায়, কি কি সুযোগ সুবিধা রাজ্যবাসী চায় তাও মতামত আকারে এই প্রচার গাড়িতে থাকা “বক্সে” জানাতে পারবে। রাত পোহালেই চৌঠা জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলার ছোট আঙারিয়া দিবস হিসেবে পালন করে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে ২০০১ সালে ৪ ঠা জানুয়ারি বক্তার মণ্ডলের বাড়িতে মিটিং করছিল তৃণমূল নেতৃত্ব, সেই সময় সিপিএমের হার্মাদ বাহিনি বাড়ির চারপাশে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে ব্রিগেড সমাবেশ করতে কংগ্রেসকে পাশে চাইছে বামেরা

এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী মারা যান, অন্যদিকে এই ঘটনার ফলে সেই সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছিল। তবে এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চললেও এখনও শহীদ পরিবারগুলি সুবিচার পাইনি। তবে প্রত্যেক বছর এই দিনেই ছোট আঙরিয়া দিবস হিসেবে পালন করে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ টি ব্যাগে এবার দিলীপ ঘোষের ছবি, বঙ্গ বিজেপির জনসংযোগের নয়া কৌশল

তবে এদিন বক্তার মন্ডল স্পষ্টভাবে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, তাই আসতে দেবে না। ঐদিন পাশাপাশি বিজেপির তরফ থেকে জনসভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।

এইদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ বলেন,”যাতে রাজ নৈতিক অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি গ্রহণ করতে চাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here