নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এর আগে ‘বধূবরণ’ দেখেছে টেলিদর্শক। এবার পালা ‘বরণ’-এর। আগামী ৫ এপ্রিল থেকে স্টার জলসার পর্দায় আসছে স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত, লিখিত এবং পরিচালিত ধারাবাহিক ‘বরণ’।
গল্পের নায়িকা তিথি মুখার্জি, নায়ক রুদ্রিক। তিথি মধ্যবিত্ত ঘরের লড়াকু, আত্মসম্মানী, প্রতিবাদী, কর্মঠ, দায়িত্বপরায়ণা মেয়ে। সে সরকারি চাকরির জন্য পড়াশুনা করছে। ওদিকে রুদ্রিককে সহজ কথায় বলা যায় ‘বড়লোকের বকে যাওয়া ছেলে’৷ সে কারোকে পরোয়া করে না। বন্ধুবাজি করে বেড়ায়। নিজের কু-কৃতকর্মের জন্য সে কখনও অনুতাপ বোধ করে না।
কিন্তু কোনও গল্পের নায়ক কি কখনও এমন হয়? না, হয় না। কিন্তু এহেন অন্য ধরনের নায়কদেরই দর্শকের সামনে বরাবর হাজির করেন স্নেহাশিস চক্রবর্তী। সান্টু গুণ্ডা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তবে, এই অন্যরকম নায়ক হয়ে ওঠার পিছনে একটা সঙ্গত কারণ সবসময়ই কাজ করে। যেমন সান্টু গুণ্ডার আড়ালে আছে এক মেধাবী, নরম মনের দিগ্বিজয় রায়। তেমনই রুদ্রিক কেন এত উদ্ধত, কেন মেজাজি, কেন বেপরোয়া তার কারণ জানা যাবে ধীরে ধীরে।
আরও পড়ুনঃ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত
রুদ্রিকের এক অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে তিথি। এমনকী তাকে কাঠগড়ায় অবধি নিয়ে যায়। এর মাশুল দিতে হয় তিথিকে। তিথির হবু স্বামীর উপর চড়াও হয় রুদ্রিক। এরপর তিথি রুদ্রিকের বাবার দ্বারস্থ হয়। বিচার চায়। এরপর কী হয় সেটাই দেখার৷ তিথির চরিত্রে ইন্দ্রাণী পাল, রুদ্রিকের চরিত্রে সুস্মিত মুখার্জি। রুদ্রিকের বাবার চরিত্রে কুশল চক্রবর্তী এবং তিথির মায়ের চরিত্রে দেবযানী চ্যাটার্জি।
আরও পড়ুনঃ সম্মানিত সুজি ভৌমিক, আসছে তাঁর নতুন কাজ ‘আদালান্তে’
সম্প্রতি এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করে চ্যানেল। জানা যায় সুস্মিত এবং ইন্দ্রাণী দুজনেই টেলিভিশনে ডেবিউ করছেন এই ধারাবাহিকের হাত ধরে। দুজনেরই ইচ্ছে ছিল অভিনয় করবে। দুজনেই ইঞ্জিনিয়ারিং করেছেন। দুজনেই কমবেশি নাটক করেছেন। সুস্মিত চাকরি ছেড়ে এলেন অভিনয়ে। এবার অনস্ক্রিনে তাঁদের চরিত্র কতটা জমে জমজমাট হয় সেটাই দেখার। দুজনেই স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে টেলি কেরিয়ার শুরু করতে পারার জন্য নিজেদের ধন্য মনে করছেন।…
৫ এপ্রিল থেকে সোম থেকে রবি রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, স্টার জলসায়। এর আগে রাত ৮ টার স্লটে চলত ‘মোহর’। ৫ এপ্রিল থেকে ‘মোহর’ সম্প্রচারিত হবে দুপুর ২ টোয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584