জুলাইয়ের ১৯ থেকে টিভির পর্দায় ‘ধুলোকণা’

0
221

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

জোরকদমে শুটিং চলছে আসন্ন ধারাবাহিক ‘ধুলোকণা’র। ১৯ জুলাই থেকে টেলিকাস্ট। প্রতিদিন রাত ৮ টায়। টানটান শুটিঙের ফাঁকে এক ছুট্টে এসে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যোগ দিলেন গল্পের নায়িকা ফুলঝুরি অর্থাৎ মানালি দে। ভার্চুয়াল কথোপকথনে হাজির ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি, ঋতা দত্ত চক্রবর্তী, বাদশা মৈত্র, মৈনাক ব্যানার্জি, ইন্দাশিস রায়।

Dhulokona

গল্প নিয়ে যতটুকু জানা যায় তা হল, লালন বস্তির ছেলে। তার মায়ের ভূমিকায় ঋতা দত্ত চক্রবর্তী৷ লালনের মাকে মমতাময়ী এক নারীর চরিত্রে পাবে দর্শক৷ তবে, ‘দেশের মাটি’র মতো সম্ভ্রান্ত পরিবারের বউরানির মতো নয়৷ এখানে তার আর্থিক অনটন নিত্যসঙ্গী। তার ছেলে লালন ভাল র‍্যাপ গায়। আবার সে গাড়িও চালায়। ফুলঝুরিও বস্তির মেয়ে। সে পরিচারিকার কাজ করে। মুখ তার অনর্গল চলে। সহজ করে বলতে গেলে চ্যাটাং চ্যাটাং কথাও বলে দেয় সে৷ যে বাড়িতে সে পরিচারিকার কাজ করে সেই বাড়ি ঘিরেই গল্প এগোবে বোঝা যায়৷
প্রেস কনফারেন্সে ওই বাড়ির দুই সদস্যের নাম উঠে আসে- তান এবং বুলেট। তানের চরিত্রে মৈনাক ব্যানার্জি এবং বুলেটের চরিত্রে বাদশা মৈত্র।

Manali Dey
ফুলঝুরি চরিত্রে মানালি দে

একান্নবর্তী পরিবার। সমস্যা আছে আবার মজাও আছে। প্রোমোতে দেখা যায় তানের কেনা গাড়িটিকে মশারি দিয়ে ঢাকার প্রক্রিয়া চালাচ্ছে বুলেট। তান একান্নবর্তী পরিবারে বড় হওয়া একটি ছেলে। প্রতিষ্ঠিত সে। এর থেকে বেশি নিজের চরিত্রকে ভাঙেননি তিনি।

Indrasis Roy
লালনের চরিত্রে ইন্দ্রাশিস রায়

বুলেট অর্থাৎ বাদশা মৈত্রর চরিত্রটা খানিকটা ‘নো ফর নাথিং’-এর মতো। সে অনেককিছু করার চেষ্টা করেও কিছু করে উঠতে পারেনি। মজার ছলে বেফাস কথা বলে ফেলে। তাতে অন্যদের হয় বিপত্তি। এরকমই এক চরিত্রে বাদশা মৈত্র। এর আগে তাঁকে দর্শক বিলেত ফেরত ডাক্তার বা প্রতিষ্ঠিত চাকুরিজীবী হিসেবে পেয়েছে৷ পেয়েছে ঝকঝকে, পরিপাটি কোনও চরিত্রে৷ এবার একেবারে রদবদল। পুরোপুরি অন্য ইমেজে তাঁকে নিয়ে আসছেন লীনা গঙ্গোপাধ্যায়।

লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাই, লালন অর্থাৎ ইন্দ্রাশিস কি এখানে নিজে র‍্যাপ গাইবেন নাকি অন্য কেউ? লেখিকা তাঁর সহজাত বুদ্ধিমত্তায়, খুব হালকা চালে, হাসি মুখে, মজা মিশিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান। যা সাংবাদিকদেরও আনন্দ দেয়৷ কিন্তু ইন্দ্রাশিস? তিনি কি বাস্তবে র‍্যাপ গান? ইন্দ্রাশিস র‍্যাপ শোনেন। জানালেন সেই কথা। কিন্তু গান কিনা সেটা স্পষ্ট জানালেন না। সুতরাং ওই জায়গাটা চমক হিসেবেই রাখা হচ্ছে বোঝা গেল।

আরও পড়ুনঃ পাভেলের ছবিতে অঙ্কুশ, তারকা তালিকায় বড় চমক

রিয়েল লোকেশনে বস্তির মধ্যে একটি বাড়িতে চলছে লালনদের বাড়ির শুটিং। শুটিঙের প্রয়োজনে সেখানে ঘর মুছুতে হচ্ছে ঋতা দত্ত চক্রবর্তীকে। তিনি জানান- “চরিত্রটার টানে সবটাই ভালোবেসে করছি। করোনার কথা ভুলে গেছি৷ ঘরটা মোছার পর দেখছি ন্যাতা (ঘর মোছার কাপড় বা ন্যাকড়া)টা জাস্ট কালো হয়ে গেছে। ওইটুকু একটা ঘরে কত লোক ঢুকছে বেরোচ্ছে। লীনা দি’র লেখা নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। ঈশ্বরস্বরূপ উনি।”…

আরও পড়ুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ঊর্মি-সাত্যকি

এই প্রথমবার এমন এক চরিত্র পেয়ে খুশি মানালি। বস্তির মধ্যে শুটিং করছেন তিনিও। বস্তি এলাকার মুখোড়া মেয়েদের মতো চেঁচিয়ে কর্কশ গলায় কথা বলতে হচ্ছে তাঁকে। অন্যভাবে নিজেকে পেয়ে খুশি মানালি। খুব চ্যালেঞ্জিং ফুলঝুরি চরিত্রটা। তবে সকলের ভাল লাগবে বলে আশাবাদী মানালি দে।

এই ধারাবাহিকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শঙ্কর চক্রবর্তী, ময়না মুখার্জি সহ আরও অনেকে।
শুটিঙে বেজায় ব্যস্ত সকলেই৷ রাত ৮ টার মধ্যে শেষ করতে হচ্ছে শুটিং। তাই ব্রেক মিলছে খুব কম। দু’দন্ড বসার সময় নেই কারো। ১৯ জুলাই থেকে প্রতিদিন রাত ৮ টায় দেখতে হবে ‘ধুলোকণা’ স্টার জলসায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here