নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সুশান্ত দাসের অধিনায়কত্বে এসেছে মহিলা ফুটবলার জয়ী, মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার দিয়া। আর এবার মহিলা ক্রিকেটার উমার আগমন ঘটছে বাংলায়। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘উমা’। হাজির হয়েছে প্রোমো।
প্রধান চরিত্র উমার ভূমিকায় দেখা যাবে শিঞ্জিনী চক্রবর্তীকে। শিঞ্জিনী আদতে একজন পেশাদার মডেল। উমাকে কেন্দ্রে রেখেই এগোবে গল্প। উমা ক্রিকেটার হতে চায়। বোঝাই যাচ্ছে এই উমার ক্রিকেটার হয়ে ওঠার গল্পই বলবে এই ধারাবাহিক। উমা ট্রেনে গয়না বড়ি বিক্রি করে। সে কীভাবে ক্রিকেটার হয়ে ওঠে সেটাই দেখানো হবে পরতে পরতে।
এই ধারাবাহিকে মহিলা ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে ‘পাণ্ডব গোয়েন্দা’ খ্যাত শ্রীতমা মিত্র। প্রোমো বলছে নেগেটিভ রোলে থাকবেন তিনি। এ ছাড়াও থাকবেন সোহিনী ব্যানার্জি, সন্দীপ স্যান্ডি ঘোষাল, অনন্যা দাস, অর্ঘ রায়চৌধুরী, পারমিতা বসু সহ আরও অনেকে। কবে থেকে সিরিয়ালটি আসছে জানা যায়নি এখনও।
আরও পড়ুনঃ ‘পবিত্র রিস্তা’র নতুন সিজন আসছে ওটিটি-তে, মানব চরিত্রে সুশান্তের জায়গায় শাহির শেখ!
বলতে দ্বিধা নেই, সুশান্ত দাসের টেলিসোপ নির্মাণে বারবারই উঠে এসেছে খেলোয়াড় হওয়ার স্বপ্ন এবং স্বপ্নপূরণ। এবারও ঘটতে চলেছে এমন কিছুই। বাকিটা জানতে হলে সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584