মনোদীপ ব্যানার্জী, বহরমপুরঃ
ভালোবাসার কথা। গতকাল সন্ধ্যায় বহরমপুর ধোপঘাটিতে শহরের খ্যাতনামা নাট্যসংস্থার মহড়া ঘরে বসে এ গল্পের পরিচালক শোনালেন সেই প্রেম কাহিনী গড়ে ওঠার কথা।
সমাজ এখন রাজনীতির ছড়িয়ে দেওয়া বিভেদের বিষে বিষাক্ত। সেই হাওয়ার বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে এক অন্য প্রেমের গল্প বলতে চেয়েছেন মুর্শিদাবাদ জেলার শর্ট ফিল্ম নির্মাতা মৃদুল ঘোষ।
শুধু ছবির বিষয়ে নয় গঠন শৈলীতে আছে নতুনত্ব। এই ছবির গল্পে শুধু দুই ভিন্ন সম্প্রাদায়ের ছেলে মেয়ের প্রেমের কথায় তুলে ধরা হয়েছে তা নয় আছে এক ব্যাথা, আছে প্রেম। বাংলার মানুষের মননে মিলনের এক নদী চির প্রবহমান; পরিচালক মৃদুল ঘোষ সেই প্রবাহিত নদীর বহমানতার সুরটিকে ধরতে চেয়েছেন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী আসছেন জেলায়,প্রস্তুতি তুঙ্গে
ছবি প্রচারের লক্ষ্যে আয়োজিত এদিনের আড্ডাতে মৃদুল বাবু বলেন, ধর্ম আগে না জাত আগে না মন আগে। এই মনের কথা নিয়েই এছবি। ভালোবাসার কথা এক নতুন আঙ্গিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584