বিশ্বের প্রথম রোগকেন্দ্রিক ফিকশন কিংশুক দে’র ‘DAY’

0
531

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ডায়বিটিস’ গোছানো বাংলাতে আমরা একে বলি ‘মধুমেহ রোগ’। এবার এই রোগকে কেন্দ্রে রেখেই গড়ে উঠল একটি শর্ট ফিল্ম। নাম ‘DAY’, অর্থাৎ ডায়বিটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ’।

Payel and Parambrata | newsfront.co

প্রসঙ্গত, ‘DAY’ হল একটি ডায়বিটিস সচেতনতামূলক সংস্থা৷ মানুষকে এই গুপ্তঘাতক রোগটি সম্বন্ধে সচেতন করে এই সংস্থা। একে কেন্দ্রে রেখেই পরিচালক কিংশুক দে বানালেন ছবিটি। কিংশুক দে এর আগে বানিয়েছেন ‘আইডেনটিটি’।

Payel and Parambrata | newsfront.co

এরপর ‘নদীরে তুই’, ‘আহুতি’, ‘ওয়েটিং রুম’ সহ আরও নানা কাজ নিয়ে এগিয়েছে তাঁর কলম। ছবি প্রসঙ্গে কিংশুক জানান, “এই রোগটাকে আমরা কেউ পাত্তা দিই না। এটি একটি গুপ্তঘাতক রোগ। চোখ সহ শরীরের নানা অংশের ব্যাপক ক্ষতি করে ডায়বিটিস।

Dr Debasis Basu | newsfront.co
ডাঃ দেবাশিস বসু

Parambrata | newsfront.co

সচেতন না হলেই বিপদ। তাই মানুষকে রোগটির ব্যাপারে সচেতন করতেই আমার এই ছবি।”এই প্রসঙ্গে একটা কথা না বললে বলা বাকি থেকে যাবে অনেক কিছু। বিশ্বে এই প্রথম কোনও রোগ নিয়ে আদ্যোপান্ত একটি ছবি তৈরি হল। এবং তা বাংলায়।

Parambrata | newsfront.co

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, ডাঃ দেবাশিস বসু, ডলি বসু সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। সম্পাদনা করেছেন শুভজিত সিনহা।

Day | newsfront.co

Kingsuk Dey | newsfront.co
কিংশুক দে,পরিচালক

পরিচালনা কিংশুক দে’র। কনসেপ্ট এবং ক্রিয়েটিভ ডিরেকশন ডাঃ দেবাশিস বসুর। গল্প DAY সংস্থার তরফ থেকে ইন্দ্রজিৎ মজুমদারের। ম্যানেজমেন্টে ইন্দ্রজিৎ মজুমদার এবং গঙ্গোত্রী দেব।

আরও পড়ুনঃ শর্ট ফিল্ম ‘ডায়ালিং’

 

shooting spot | newsfront.co

ছবিটি নিঃসন্দেহে সকলের দেখার উপযোগী। কখন কার ভিতরে এই রোগ বাসা গড়ে তোলে তা বোঝা দায়। ছবিতে বার্তা হিসেবে রয়েছে- বয়স ত্রিশের চৌকাঠ ছুঁলেই প্রতি বছর ব্লাড সুগার পরীক্ষা করা প্রয়োজন।

shortfilm | newsfront.co

প্রসঙ্গত, জার্মান এবং অস্ট্রেলিয়ার কোনও ইউটিউব চ্যানেলে দেখানো হবে না ছবিটি। তাদের বক্তব্য অনুসারে ছবিতে ব্যবহৃত “আমি চিনি গো চিনি তোমারে” গানটি তাদের দেশে সৃষ্ট সুর। তাই তাকে কপি রাইটের আওতায় ফেলা হয়েছে। দেখে নিন স্ক্রিন শট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here