নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আজ বিশ্ব মাতৃ দিবস। মায়ের জন্য আলাদা করে কোনও দিন হয়? সন্তানের জীবনের প্রত্যেকটা দিনই তো তাঁর জন্যই রঙিন হয়। জীবনে মায়ের ভূমিকা নিয়ে তাই কচকচানির মানে হয় না।
যেটা জানানো দরকার সেটা হল পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী এবং সুস্মিতা রায় চক্রবর্তী। দুই ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন সায়ক এবং সুস্মিতা। বাস্তবে এঁরা দেওর-বৌদি। এ ছাড়া সায়কের মা তথা সুস্মিতার শাশুড়িমাতা রেখা চক্রবর্তী অভিনয় করেছেন ওদের মায়ের চরিত্রে।
আরও পড়ুনঃ ছোটদের জন্য এসে গেছে ‘সুপার ভি’
ছবির কনসেপ্ট, পরিচালনা, গল্প এবং চিত্রনাট্য সুস্মিতা রায় চক্রবর্তীর। সম্পাদনায় রাজ রায়। ক্যামেরায় সব্যসাচী চক্রবর্তী। পেশায় তিনি টেলিভিশন সঞ্চালক। এ ছাড়াও ক্যামেরায় হাত লাগিয়েছেন অনুপম চক্রবর্তী এবং সায়ক।
গল্পের দিকে তাকাতে গেলে একটা রোজকার বাস্তব চিত্র উঠে আসে। মায়ের উপর আমাদের যত মানসিক বলপ্রয়োগ। মা এটা করে দাও, মা ওটা করে দাও, রান্নাটা ভাল হয়নি কেন, জামায় এত নীল দিলে কেন, সারাদিন খ্যাচ খ্যাচ করো কেন? এহেন কত কথাই না আমরা বলে থাকি সারাদিন। কিন্তু মায়ের শরীরটা একদিন বিগড়োলেই বিগড়ে যায় আমাদের জীবন। কী খাব, কী পরব এই নিয়ে চিন্তায় ডুবি আমরা সকলে। এই দিকটিই তুলে ধরা হয়েছে ‘ঘর কন্যা’ নামের শর্ট ফিল্মটিতে।
আরও পড়ুনঃ শ্রোতাদের জন্য এসডিপি ভেঞ্চারের নতুন উপহার ‘চিরসখা হে’
শুধু মায়েদের জন্য নয়, তামাম গৃহবধূদের প্রতি স্যালুট জানিয়েই এই ছবি। তাঁদের জীবনে কোনও ছুটি নেই, কোনও অবসর নেই। তাঁদের বিনা পারিশ্রমিকের পরিশ্রমে বেঁচে থাকি আমরা। বিষয়টিকে খুব সুন্দর আঙ্গিকে তুলে ধরেছেন সায়ক এবং সুস্মিতা। দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। তাই তাঁদের কাছ থেকে ভাল অভিনয় আশা করাটা বিষ্ময়ের নয়। কিন্তু প্রশংসার দাবি রাখে রেখা চক্রবর্তীর অভিনয়। অসুস্থ মায়ের চরিত্রটি দারুণ ফুটিয়ে তুলেছেন তিনি। আড্ডা জোন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584