বাইপাসে গতি বাড়াতে শহরে ৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন ফ্লাইওভার

0
65

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

জনসংখ্যার সঙ্গে যান বৃদ্ধিতে ক্রমশ গতি রুদ্ধ হচ্ছে শহরের। তাই এবার ৫০০ কোটি টাকা ব্যয়ে ইএমবাইপাসের উপরে শহরের অন্যতম বড় ৬ লেনের ফ্লাইওভার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য। তিন কিলোমিটার লম্বা এই উড়ালপুল ৩ বছরে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস ইতিমধ্যেই এই উড়ালপুলের বিষয়ে ড্রাফট পরীক্ষা করে পাঠিয়ে দিয়েছে কেএমডিএ-র কাছে।

Flyover | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, শহরের গতি বাড়াতে একাধিক উড়ালপুলের প্রস্তাব করেছে রাজ্য নগরায়ন দফতর। তার মধ্যে অন্যতম হল বাইপাসের উপর এই নয়া উড়ালপুল। নিত্যদিন ভিআইপি বাজার থেকে অভিষিক্তা মোড় পর্যন্ত অফিস টাইমে ব্যাপক যানজট মেটাতে প্রয়োজন ছিল এই উড়ালপুলের।

আরও পড়ুনঃ নীরব ক্যাম্পাসে ফের বাজবে কমিউনিটি রেডিওর তরঙ্গ, ৯০.৮ গিগাহার্জে ভাসবে যাদবপুর

যেহেতু বাইপাসের মধ্যবর্তী অংশ দিয়ে গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ রয়েছে, তাই সেখানে নয়া কাঠামো নির্মাণে অসুবিধা রয়েছে। তাই বাইপাসের দু’প্রান্ত ধরে বানানো হবে এই উড়ালপুল। দুটি প্রান্তই হতে চলেছে ৩ লেন করে। ফলে যে সংখ্যক গাড়ি চলাচল করে, বাইপাস ধরে, তা যাতায়াতে কোনও অসুবিধা হবে না বলেই দাবি কেএমডিএ আধিকারিকদের।

আরও পড়ুনঃ সুলভ শৌচালয়, নাইট শেল্টারগুলিকে নিয়ে সেফ হোমের সংখ্যা বাড়ানোর ভাবনা কলকাতা পুরসভার

ভিআইপি বাজার থেকে ওঠা ফ্লাইওভার নামবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। এই অংশ থেকে আর একটি প্রান্ত নামবে অভিষিক্তা মোড়ে। যা যুক্ত করবে আনোয়ার শাহ রোডকে। এই অংশের সর্বাধিক উচ্চতা হবে প্রায় ২০ মিটারের কাছাকাছি। মেট্রোর ১২ মিটারের থেকেও উঁচু হচ্ছে এই উড়ালপুলের পিলার, বলে জানিয়েছে রাইটস।

তবে যে সমস্ত গাড়ি গড়িয়ার দিক থেকে আসবে সায়েন্স সিটির দিকে, তাদের সরাসরি এসে এই প্রান্তে নামতে হবে। তাদের নামার জন্যে আলাদা কোনও প্রান্ত থাকছে না। অন্যদিকে, এই সেতুর নীচে রুবি মোড়ে বানানো হচ্ছে ৫.৫ মিটারের পথচারীদের জন্য একটি স্কাইওয়াক। সব মিলিয়ে ফের গতি ফিরে পাবে ইএমবাইপাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here