শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাড়ির মহিলারা এমনিতেই বাড়ির বাইরে বেরোন না। এমনকি কর্মোদ্যোগী অফিস-ব্যবসার সঙ্গে মহিলারাও করোনা আবহে এখন বাড়িতে বসে কাজ করতে বাধ্য হচ্ছেন। অথচ পুরুষদের সমান এই রাজ্যে মহিলা ভোটাররাও সংখ্যায় নেহাৎ কম নয়। তাই একুশের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। যাতে মহিলাদের যোগদানের বিষয়টিই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রবিবার থেকে শুরু করা হয়েছে এই অভিযান। দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতি বুথে একজন তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী এলাকার ২০ জনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা পৌঁছে দেবেন। মেয়েদের জন্য তৃণমূল সরকার কী কাজ করেছে, তা বলার জন্য বিশেষ জোর দিতেও বলা হয়েছে। রাজ্য ৭০ হাজার বুথে এই কর্মসূচির লক্ষ্য নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির নাম ‘স্বাধীনতার মাস স্বাধীন আকাশ।’
এই কর্মসূচিতে ৭০ হাজার মহিলা কর্মীকে ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রাজ্যের ৭০ হাজার বুথে একজন করে মহিলা কর্মী সেই বুথের ২০ জন মহিলার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড করবেন। সেই মেসেজে থাকবে রাজ্যের উন্নয়নে গত ১০ বছরে কী কী পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সচিত্র পরিসংখ্যান। পিডিএফের আকারে সেই পরিসংখ্যান ছড়িয়ে যাবে প্রত্যেক বুথের মহিলাদের কাছে।
মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য অনেক কাজ করেছেন । প্রতি বুথে মহিলাদের জন্য তৃণমূল কী করেছে-তার খতিয়ান তুলে ধরা, রূপশ্রী, কন্যাশ্রীর সুবিধা যাতে প্রত্যন্ত গ্রামের মেয়েটাও পায়, সেসব দিকে নজর রাখতেই এই কর্মসূচি। ”
আরও পড়ুনঃ রাজভবনের ওপর নজরদারি, গোপন তথ্য বাইরে আসছে! অভিযোগ রাজ্যপালের
পরিসংখ্যান দেখা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছে। এর ফলেই ২০১৪–এ বিজেপির পাওয়া ১৭ শতাংশ ভোট ২০১৯–এ ৪২ শতাংশে এসে পৌঁছে গিয়েছে। আর যাতে শক্তিক্ষয় না হয়, তার জন্য তৎপর হয়েছে ঘাসফুল শিবির।
ইতিমধ্যেই একইভাবে তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুব সম্প্রদায়কে টার্গেট করে যুবশক্তি নামে একটি ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল। তাদের মাধ্যমে বিধানসভা নির্বাচনের আগে বাংলার ৫০ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি যুব যোদ্ধা ১০টি করে পরিবারের দায়িত্ব নিতে বলেছেন। ১০ পরিবার নিয়ে হোয়াটসআপ গ্রুপ বানাতে বলেছিলেন। অনেকটা সেই ধাঁচেই মহিলাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে হোয়াটসঅ্যাপ মাধ্যমে তৃণমূল বিমুখ প্রায় ২ কোটি মহিলাদের কাছে ফের ঘাস ফুলেই ফেরাতেই এই নয়া উদ্যোগ তৃণমূলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584